সিরাজদিখানে ইউপি সদস্য আটক

মুন্সীগঞ্জের সিরাজদিখানে নুরুল ইসলাম নামের এক মাদক ব্যবসায়ী হত্যার ঘটনায় জড়িত সন্দেহে শহিদ নামের এক ইউপি সদস্যকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ১১টার দিকে থানা এলাকা থেকে তাকে আটক করা হয়। বর্তমানে তাকে থানা হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে।

আটক শহিদ স্থানীয় আব্দুল হাকিমের ছেলে এবং চিত্রকোট ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য বলে জানা গেছে।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত (ওসি) আবুল বাসার বাংলানিউজকে জানান, নুরুল ইসলাম হত্যার ঘটনায় জড়িত সন্দেহে আটক শহিদকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। হত্যাকাণ্ডের দিন মোবাইল ফোনে কথা বলার সূত্র ধরেই শহিদকে আটক করা হয়েছে।


তিনি আরও জানান, আটক শহিদ চিত্রকোট ইউনিয়নের ইউপি সদস্য।

উল্লেখ্য, গত ১০ জুলাই গভীর রাতে সিরাজদিখানে চিত্রকোট ইউনিয়নের বাজারের কুলি ও মাদক ব্যবসায়ী নুরুল ইসলামের ঘরে একদল দুর্বৃত্ত ঢুকে তার স্ত্রীর হাত-মুখ বেঁধে ফেলে।

এরপর ঘাতকরা স্ত্রীর সামনেই নুরুল ইসলামকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। এসময় তার স্ত্রী কহিনুর বেগমকেও ছুরি দিয়ে কুপিয়ে আহত করে চলে যায়।

বাংলানিউজটোয়েন্টিফোর

Leave a Reply