নাব্যতা সঙ্কটের কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচলে অচলাবস্থা সৃষ্টি হওয়ায় মাওয়া-কাওড়াকান্দি নৌরুটে আরো ৩ টি রো-রো ফেরি সংযোজন করা হয়েছে। এ নিয়ে মাওয়া নৌরুটে ৬টি রো-রো (সবচেয়ে বড় ফেরি)ফেরিসহ চলাচল করছে মোট ১৮টি ফেরি । এদিকে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ গত ২৫ আগস্ট থেকে পণ্যবাহী ও যাত্রীবাহী যানবাহন পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট পরিহার করে অন্য নৌরুট ব্যবহারের পরামর্শ দেয়। ফলে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে নাব্যতা সঙ্কট শুরু হওয়ায় মাওয়া-কাওড়াকান্দি ঘাটে যানবাহনের চাপ বেড়ে যায়। এ সময় মাওয়া-কাওড়াকান্দি ঘাটে তীব্র যানজটের দেখা দিলে দুর্ভোগে পড়েন দক্ষিণ-পশ্চিমাঞ্চলের হাজার হাজার যাত্রী ।
মাওয়া বিআইডবি¬উটিসির মেরিন অফিসার আহমেদ আলী জানান, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচলে অচলাবস্থার কারণে মাওয়া দিয়ে যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় কর্তৃপক্ষ এখানে শাহ পরান, এনায়েতপুরী ও খানজাহান আলীসহ মোট ৩টি ফেরি চলাচলের সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৮টা থেকে মাওয়া নৌরুটে শাহপরান, এনায়েতপুরী ও খানজাহান আলী রো-রো ফেরি দুটি চলাচল শুরু হয়েছে। এর আগে রো-রো ফেরি ৩টি পাটুরিয়া থেকে মাওয়া নৌরুটের উদ্দেশ্যে রওনা হয়। এছাড়াও মাওয়া নৌরুটে বীরশ্রেষ্ঠ রুহুল আমীন, বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর ও শাহ মকদুমসহ ৩ টি রো-রো ফেরি আগে থেকেই চলাচল করছে। ফলে মাওয়া নৌরুটে ৬টি রোরো ফেরিসহ চলাচল করছে মোট ১৮টি ফেরি।
ঢাকা নিউজ এজেন্সি
Leave a Reply