১৪ বছর পর সিরাজদিখান উপজেলার কোলা ইউনিয়ন যুবলীগের সম্মেলন শুক্রবার বিকালে অনুষ্ঠিত হবে। আর এই সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের প্রানচাঞ্চল্যে মুখর হয়ে উঠছে কোলা ইউনিয়ন। দীর্ঘ দিনের প্রতিক্ষিত সাবেক ছাত্র ও যুবনেতাদের পদ চারনায় এখন মুখর হয়ে উঠেছে সাংগঠনিক প্রচার প্রচারনা। এ ইউনিয়নের আওয়ামী যুবলীগের সম্মেলনকে ঘিরে ৯টি ওর্য়াডের তৃণমুল পর্যায়ের কাউন্সিলারদের মাঝে পছন্দের প্রার্থী ও দলের দু:সময়ে মাঠে থাকা প্রার্থীদের নিয়ে নানা কল্পনা জল্পনা চলছে বেশ জোরেসোরে।
এই সম্মেলন ও কাউন্সিলের দিকে চেয়ে আছে উপজেলার ১৩টি ইউনিয়নের নেতাকর্মীরা।
ইউনিয়নের মাঠ পর্যায়ে সভাপতি-সাধারণ সম্পাদক প্রাথী হিসেবে দলের দু:সময়ের কান্ডারী, তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সাথে যাদের নিবিড় সম্পর্ক, দলের জন্য পরীক্ষিতদের মূল্যায়ন করার কথাও ইঙ্গিত দিয়েছেন কাউন্সিলরা।
এব্যাপারে সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক সাবেক ছাত্রনেতা জাহাঙ্গীর খান বাবু সাংবাদিকদের জানিয়েছেন, শুক্রবার ইউনিয়নের নন্দনকোনা চৌরাস্তা প্রাঙ্গণে আয়োজিত সম্মেলনে উপস্থিত থাকবেন জেলা ও উপজেলা আওয়ামী যুবলীগের লীগের নেতৃবৃন্দ।
উক্ত সম্মেলন উদ্ধোধন করবেন সিরাজদিখান উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক রাকিব হাসান। এছাড়া সম্মেলন সফল করতে গত দুদিন থেকেই ইউনিয়নের প্রতিটি গ্রামে গণসংযোগ ও প্রচারনা চলছে।
মুন্সীগঞ্জ নিউজ
Leave a Reply