৭ সেপ্টেম্বর মুন্সীগঞ্জে যাচ্ছেন সাজেদা চৌধুরী

৭ সেপ্টেম্বর মুন্সীগঞ্জে অনুষ্ঠিতব্য আওয়ামী লীগের কর্মী সভায় আসছেন জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি। জেলা আওয়ামী লীগ আয়োজিত এ কর্মী সভা শহরের পুরাতন কাচারী এলাকায় অবস্থিত জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হবে।

সংসদ উপনেতার একান্ত সচিব প্রদীপ কুমার দাস স্বাক্ষরিত এক চিঠি থেকে জানা গেছে, সাজেদা চৌধুরী ৭ সেপ্টেম্বর বেলা ১১টায় মুন্সীগঞ্জের শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা আওয়ামী লীগের উদ্যোগে কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন।


এছাড়া সংসদ উপনেতার সরকারি সফরের বিষয়টি মুন্সীগঞ্জ জেলার সংসদ সদস্যরা, জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন ও সাধারণ সম্পাদক শেখ মো. লুৎফর রহমানকে অবহিত করতে জেলা প্রশাসককে ব্যবস্থা নিতে বলা হয়েছে।

এদিকে, সংসদ উপনেতা ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীর মুন্সীগঞ্জে দলীয় কর্মী সভায় যোগদান উপলক্ষে জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা উজ্জীবিত হয়ে উঠেছে বলে জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মো. লুৎফর রহমান।


তিনি জানান, আগামী ৭ সেপ্টেম্বর সাজেদা চৌধুরীর আগমন ও কর্মী সভা সফল করতে মাঠ পর্যায়ে কাজ শুরু করে দিয়েছে জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

বাংলানিউজটোয়েন্টিফোর

Leave a Reply