মাঝে পছন্দের প্রার্থী ও দলের দু:সময়ে মাঠে থাকা প্রার্থীদের নিয়ে নানা কল্পনা জল্পনা চলছে বেশ জোরে শোরে। এই সম্মেলন ও কাউন্সিলের দিকে চেয়ে আছে উপজেলার ১৩টি ইউনিয়নের নেতাকর্মীরা।
ইউনিয়নের মাঠ পর্যায়ে সভাপতি-সাধারন সম্পাদক প্রাথী হিসেবে দলের দু:সময়ের কান্ডারী, তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সাথে যাদের নিবিড় সম্পর্ক, দলের জন্য পরীক্ষীতদের মূল্যায়ন করার কথাও ইঙ্গিত দিয়েছেন কাউন্সিলরা।
এ ব্যাপারে সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক সাবেক ছাত্রনেতা জাহাঙ্গীর খান বাবু সাংবাদিকদের জানিয়েছেন, ৬ সেপ্টেম্বর শুক্রবার ইউনিয়নের নন্দনকোনা চৌরাস্তা প্রাঙ্গনে আয়োজিত সম্মেলনে উপস্থিত থাকবেন জেলা ও উপজেলা আওয়ামী যুবলীগের লীগের নেতৃবৃন্দ।
উক্ত সম্মেলন উদ্ধোধন করবেন সিরাজদিখান উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক রাকিব হাসান। এছাড়া সম্মেলন সফল করতে গত দুদিন থেকেই ইউনিয়নের প্রতিটি গ্রামে গণ সংযোগ ও প্রচারনা চলছে।
নিউজএক্সপ্রেসবিডি
Leave a Reply