ব.ম শামীম: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার বালিগাওঁ বাজারে শনিবার সকালে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুটি ডেকোরেটার দোকানে তাল ঝুলিয়ে দিয়েছে দূর্বত্তরা । এ সময় দোকানের ভিতরে ঢুকে ভাংচুর ও ক্যাশ বাক্রের টাকা ছিনিয়ে নিয়ে যায় তারা । জানাগেছে উপজেলার বালিগাও বাজারের ৬ টি দোকান ঘরের জমি নিয়ে উপজেলার হাট বালিগাঁও গ্রামের ওহাব খানের ছেলে নাসির গংদের সাথে লৌহজং উপজেলার খেদের পাড়া গ্রামের তোফাজ্জল হোসেনের বিরোধ চলে আসছিলো ।
এর জের ধরে শনিবার সকালে নাসিরের নেতৃত্বে ১০-১২ জন সন্ত্রাসী তোফাজ্জল হোসেন এবং তার ভাড়াটিয়া মো. আমির হোসেনের ডেকোরেটর দোকানে হামলা চালিয়ে ভাংচুর ও ক্যাশ বাক্র হতে ১০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে দোকানে তালা ঝুলিয়ে দেয়। এ ব্যাপারে আমির হোসেন বাদী হয়ে টঙ্গীবাড়ী থানায় একটি অভিযোগ দায়ের করেছে।
Leave a Reply