গজারিয়ায় মুক্তিযোদ্ধা সমাবেশ অনুষ্ঠিত

মুন্সীগঞ্জের গজারিয়ার মুক্তিযোদ্ধাদের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভবেরচর এলাকায় নির্মাণাধীন মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। গজারিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে আয়োজিত এ সমাবেশ প্রধান অতিথি ছিলেন, সংরক্ষিত আসনের সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগম।


গজারিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার রফিকুল ইসলাম বীর প্রতীকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির উপ-দফতর সম্পাদক অ্যাডভোকেট মৃনাল কান্তি দাস, গজারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা রেফায়েতউল্লাহ খান তোতা, মহিলা ভাইস চেয়ারম্যান কিমানা কিবরিয়া নুপুর, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ড. আব্দুল করিম, বীর মুক্তিযোদ্ধা মেজর (অব) শফিউল্লাহ প্রমুখ।

বাংলানিউজটোয়েন্টিফোর

Leave a Reply