গজারিয়ায় বিশ্ব প্রাথমিক চিকিৎসা দিবস উৎযাপণ

gazaria1staidবিশ্ব প্রাথমিক চিকিৎসা দিবস উপলক্ষে গজারিয়া উপজেলার বিভিন্ন স্থানে নানা কর্মসূচির ও র‌্যালী আয়োজন করে। বাউশিয়া ও ভবেরচরে আলাদা আলাদা স্থানে বাংলাদেশ রেড ক্রিসেন্টের সোসাইটির উদ্যোগে র‌্যালীর আয়োজন করা হয়। ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের পাশে বাউশিয়া স্পট নিরাপদ সড়ক প্রকলাপর উদ্যোগে সড়ক দর্ঘটনায় প্রাথমিক চিকিৎসা এই স্লগানে এক র‌্যালীর আয়োজন করে হয়।

gazaria1staid

গজারিয়ার আলোড়ন

Leave a Reply