মাওয়ায়-কাওড়াকান্দিতে ফেরি চলাচল শুরু

বালু বোঝাই ট্রলার আটকে একটি চ্যানেল বন্ধ হওয়ার দেড় ঘণ্টা পর মাওয়া-কাওড়াকান্দিতে ফেরি চলাচল শুরু হয়েছে। রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মাওয়া ঘাটে যানবাহন লোড আনলোডের মাধ্যমে ফেরি চলাচল শুরু হয়।

এদিকে, ফেরি চলাচল দেড় ঘণ্টা বন্ধ থাকায় নৌরুটের উভয়ঘাটে দুই শতাধিক যানবাহন আটকা পড়েছে। বর্তমানে এগুলো পারাপারের জন্য সিরিয়ালে রয়েছে।

মাওয়া বিআইডব্লিউটিসির ম্যানেজার সিরাজুল হক বাংলানিউজকে জানান, লৌহজং টার্নিং পয়েন্টে ২টি বালু বোঝাই ট্রলার আটকে গেলে চ্যানেলটি বন্ধ হওয়ায় বিকেল ৫টা থেকে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়।


বিআইডব্লিউটিসির মাওয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক এসএম আশিকুজ্জামান বাংলানিউজকে জানান, আটকে পড়া ট্রলার দুইটি উদ্ধারের পর সন্ধ্যা সাড়ে ৬টা থেকে ফেরি চলাচল শুরু হয়েছে। এখন মাওয়া ঘাটে যানবাহন লোড আনলোডের কাজ চলছে।

অন্যদিকে, মাওয়া-কাওড়াকান্দি নৌরুটে রোববার সকাল থেকে ১৬টি ফেরির মধ্যে ১০টি ফেরি পারাপার করছে। তীব্র স্রোতের কারণে ৫টি ফেরি এখনও চলাচল করতে পারছে না। এছাড়া যান্ত্রিক ত্রুটির কারণে রো রো ফেরি খান জাহান আলীকে মেরামতের জন্য মাওয়ার ভ্রাম্যমাণ ওর্য়াকশপে পাঠানো হয়েছে।

হাইওয়ে পুলিশের ট্রাফিক কর্মকর্তা সাহাদাত হোসেন বাংলানিউজকে জানান, ফেরি বন্ধ থাকায় মাওয়া প্রান্তে বেশ কিছু যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে। কাওড়াকান্দি প্রান্তেরও একই অবস্থা।

বাংলানিউজটোয়েন্টিফোর

Leave a Reply