শ্রীনগরে ষ্টার রুবেল গ্রেফতার

মুন্সীগঞ্জের শ্রীনগরে মঙ্গলবার সকালে ক্রসফায়ারে নিহত দেশের অন্যতম শীর্ষ সন্ত্রাসী ডাকাত শহীদের ভাতিজা মো: রুবেল ওরফে ষ্টার রুবেলকে (২৮) মোটর বাইক চুরির মামলায় গ্রেফতার করেছে পুলিশ।

সকাল সাড়ে ৭ টার দিকে জেলার শ্রীনগর উপজেলার কলেজ রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। শ্রীনগর থানার ওসি মাহবুবুর রহমান জানান, গ্রেফতারকৃত ষ্টার রুবেল কলেজ রোড এলাকার নুরুল ইসলামের ছেলে।

নুরুল ইসলাম হচ্ছেন, দেশের শীর্ষ স্থানীয় সন্ত্রাসী ক্রসফায়ারে নিহত ডাকাত শহীদের বড় ভাই।

গ্রেফতারকৃত রুবেল বঙ্গবন্ধু আর্ন্তজাতিক বিমান বন্দর নির্মান প্রতিহতের দাবীতে আড়িয়ল বিলের সহিংসতায় পুলিশের এসআই হত্যা মামলার আসামী। এছাড়া শ্রীনগর থানায় রুবেলের বিরুদ্ধে আরো বেশ কয়েকটি মামলা রয়েছে।

মঙ্গলবার বেলা ১২ টার দিকে গ্রেফতারকৃত রুবেলকে মুন্সীগঞ্জ সদরে আদালতে পাঠানো হয়েছে।

ওয়ান নিউজ

Leave a Reply