ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়া এলাকায় লরির চাপায় অজ্ঞাতপরিচয় (৩৫) এক নারী নিহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ৬টায় বাউশিয়া এলাকার পাখির পয়েন্ট নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সকালে বাউশিয়ার পাখির পয়েন্ট এলাকায় ওই নারী রাস্তা পার হচ্ছিলেন। এসময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ‘ক্রাইম মোবাইল ট্রেইলর’ নামে ১০ চাকার একটি লরি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ভবেরচর পুলিশ ফাঁড়ির সার্জেন্ট সাইফুল ইসলাম বাংলানিউজকে জানান, ঘাতক গাড়িটি আটক করে ভবেরচর পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। নিহত নারীর নাম পরিচয় সনাক্ত করার চেষ্টা চলছে।
বাংলানিউজটোয়েন্টিফোর
Leave a Reply