শ্রীনগরে বিষপানে কলেজ শিক্ষার্থীর আত্নহনন

aaaMunshigonjমুন্সীগঞ্জের শ্রীনগরে বিষপান করে আত্নহননের পথ বেছে নিয়েছে শ্রীনগর সরকারি কলেজের একাদ্বশ শ্রেনীর এক শিক্ষার্থী সুমনা আক্তার (১৮)। আজ বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সুমনা আক্তার মারা গেছেন।

বুধবার দিবাগত রাতে তিনি বিষপান করেন। নিহতের কলেজ শিক্ষার্থী সুমনা জেলার শ্রীনগর উপজেলার হাষাড়া এলাকার সুরজত আলীর মেয়ে।

প্রেম-ঘটিত কারনে ওই কলেজ শিক্ষার্থী নিজ বাড়িতে শোবার কক্ষের দরজা বন্ধ করে বুধবার রাতে বিষপান করেন। রাতেই মোবাইল ফোনে বিষপানের খবর জানায় সহপাঠীদের। এতে সহপাঠীরা আবার মোবাইল ফোনে পরিবারের মা-বাবাকে শিক্ষার্থীর বিষপান করার খবর দেয়।


তাৎক্ষনিক শোবার ঘরের দরজা ভেঙ্গে কলেজ শিক্ষার্থীকে উদ্ধার করে। মধ্য রাতে তাকে আশংকা জনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শেষে আজ বৃহস্পতিবার সকালের দিকে সেখানকার কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে।

এ রিপোর্ট লেখার সময় বৃহস্পতিবার দুপুর পৌনে ২ টার দিকে ঢামেকের মর্গে নিহতের ময়নাতদন্ত শেষে লাশ নিয়ে শ্রীনগরের হাষাড়াস্থ বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে স্বজনরা। তবে এ ব্যাপারে কিছুই জানাতে পারেনি শ্রীনগর থানার ওসি মাহবুবুর রহমান। কলেজ শিক্ষার্থীর বিষপানে আত্মহত্যার সত্যতা নিশ্চিত করেন তার বাবা সুরজত আলী।

যমুনা নিউজ

Leave a Reply