সম্ভ্রম হারিয়ে কিশোরী এখন…

rapeভাগ্যান্বেষণে ঢাকায় এসেছিল এক কিশোরী। কাজ নিয়েছিল একটি গার্মেন্টে। থাকতো বড় বোনের বাসায়। কিন্তু বোনের বাসাতেই সম্ভ্রম হারাতে হলো তাকে। ধর্ষিতা ওই কিশোরী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস (ওসিসি) সেন্টারে চিকিৎসাধীন। চিকিৎসকরা বলছেন প্রথমে কোমল পানীয়ের সঙ্গে নেশা জাতীয় দ্রব্য মিশিয়ে খাওয়ানো হয়। পরে ঘুমন্ত অবস্থায় তাকে ধর্ষণ করা হয়। তার শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হলেও ঘটনায় আকস্মিকতায় বাকরুদ্ধ হয়ে পড়েছে সে। ধর্ষিতাকে হুমকি দেয়া হচ্ছে ধর্ষণের বিষয়ে মুখ না খোলার জন্য। হুমকি দিচ্ছে তারই দুলাভাই আহাদ আলী সরকার।

এ ঘটনা ভুলে যাওয়ার জন্য বলছে বড় বোন মুন্নী বেগমও। লোভ দেখানো হচ্ছে ভাল বিয়ে ও মোটা অঙ্কের টাকা দেয়ার। রাজধানীর তেজগাঁও রেলওয়ে কলোনির এল- ৫৯ ডি নম্বর বাসায় ১৫ই সেপ্টেম্বর রাতে ঘটেছে এ ঘটনা। খোঁজ নিয়ে জানা গেছে কমলাপুর রেলস্টেশনের খালাসী আমিনুল হক খোকন রেলওয়ের কর্তৃপক্ষের কাছ থেকে বাসাটি বরাদ্দ পেয়েছেন। ওই কিশোরীর দুলাভাই আহাদ আলী সরকার এই বাসায় ভাড়া থাকেন। নিজেকে পরিচয় দেন পুলিশের ডিটেক্টিভ ব্রাঞ্চ (ডিবি)’র কনস্টেবল হিসেবে। স্ত্রী মুন্নী বেগম দুই মেয়ে ও এক ছেলে নিয়ে তার সংসার। প্রায় মাস দেড়েক আগে মুন্সীগঞ্জের ইসহাকপুর থেকে মুন্নীর ছোট বোনকে বাসায় নিয়ে আসে আহাদ। সবাইকে বলে তার সন্তানদের দেখাশুনা ও চাকরির জন্য গরিব ঘরের মেয়ে শ্যালিকাকে ঢাকায় নিয়ে এসেছে। কাজ জুটিয়ে দেন তেজগাঁওয়ের একটি গার্মেন্টে। সেই থেকে তার ওপর কু-নজর পড়ে আহাদের। বিষয়টি বুঝতে পারেন স্ত্রী মুন্নীও।


এনিয়ে স্বামী-স্ত্রীর মাঝে প্রায় সময়ই ঝগড়া-বিবাদ হতো। আমিনুল হক খোকন তাদের বাসা ছেড়ে দিতে বললে আহাদ খোকন ও তার স্ত্রী আফসানা আক্তারকে ডিবি পরিচয়ে হুমকিধমকি দেন। মামলা দিয়ে হয়রানির ভয় দেখান। জানা গেছে ১৪ই সেপ্টেম্বর সন্ধ্যায় বাসায় একা পেয়ে কৌশলে দুলাভাই আহাদ ওই কিশোরীকে কোমল পানীয়র সঙ্গে নেশা জাতীয় দ্রব্য মিশিয়ে খেতে দেয়। দুলাভাইয়ের দেয়া কোমলপানীয় পান করে ওই কিশোরী। এক সময় গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে যায়।

এই সুযোগে তাকে একাধিকবার ধর্ষণ করা হয়। রাত এগারোটায় খোকন শ্যালিকার দুরবস্থা দেখে স্ত্রী আফসানাকে দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসার জন্য। সেখানে প্রথমে ভর্তি করা হয় গাইনী বিভাগের ২১২ নম্বর ওয়ার্ডে। শারীরিক অবস্থার অবনতি হলে রাত ১১টা ৫ মিনিটে নিয়ে যাওয়া হয় হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি)-এ। তখন থেকেই তার চিকিৎসা চলছে সেখানে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের একজন চিকিৎসক জানান, হাসপাতালে আসার পর কিশোরী জানিয়েছে, কোমল পানীয় খাওয়ার পর ঘুমের ঘোরে সে কিছুই বুঝতে পারেনি। তবে এক সময় উঠে দেখে তার পাজামা ছেঁড়া। শরীরের কাপড় এলোমেলো। তলপেটসহ সারা শরীরে প্রচণ্ড ব্যথা। উঠে দাঁড়ানোর শক্তি নেই। তবে দুলাভাই আহাদ তাকে ঘুমের ওষুধ খাইয়ে ধর্ষণ করেছে- এটা সে বুঝতে পেরেছে। আর কিছুই সে বলতে পারে না।

ওসিসি’র কো-অর্ডিনেটর ডা. বিলকিস বেগম মানবজমিনকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করছি মেয়েটিকে ধর্ষণ করা হয়েছে। তবে তার দুলাভাই ধর্ষণ করেছে না কি অন্য কেউ জড়িত তা সে বলতে পারছে না। এজন্য ফরেনসিক, ডিএনএ ও ধর্ষণের আলামত পরীক্ষা-নিরীক্ষা না করে নিশ্চিত করে কিছু বলা সম্ভব হচ্ছে না। ধর্ষণের আগে কোমল পানীয়র সঙ্গে নেশা জাতীয় কিছু মেশানো হয়েছিল এটা বোঝা গেছে। এজন্য তার ঘুম বেশি হচ্ছে। তবে একটু একটু কথা বলতে পারছে।


বাসার মালিক খোকন জানান, আহাদের আচরণ ভাল ছিল না। কিশোরীকে নিয়ে আসার পর থেকেই আমাদের সন্দেহ হয়। তখনই আহাদকে বাসা ছেড়ে দিতে বলি। কিন্তু সে আমাদের ভয় দেখায়। ঘটনার দিন ওই কিশোরীর অবস্থা খারাপ দেখে মানবিক কারণে স্ত্রীকে দিয়ে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করি। এখন উল্টো তারা আমাকে ও আমার স্ত্রীকে দেখে নেয়ার হুমকি দিচ্ছে। বলছে এ বিষয়ে মুখ না খোলার জন্য। স্ত্রী-সন্তানকে নিয়ে আমি আতঙ্কে দিন কাটাচ্ছি। তিনি বলেন, হাসপাতালে নেয়ার সময় কিশোরী বলেছে, দুলাভাই আহাদ তাকে ঘুমের ওষুধ খাইয়ে ধর্ষণ করেছে।

এ বিষয়ে তেজগাঁও থানার সাব-ইন্সপেক্টর মো. সাইফুর রহমান মানবজমিনকে বলেন, পুরো ঘটনাটি নিয়ে ধূম্রজাল তৈরি হয়েছে। ঘটনার পর পুলিশ সেখানে গিয়েছিল। কিন্তু কিশোরীর বোনসহ কেউ মুখ খুলছে না। এখন পর্যন্ত কেউ এজাহার দায়ের বা অভিযোগ নিয়েও আসেনি। এখন কেউ যদি পুলিশের কাছে অভিযোগ না করে তবে আমাদেরতো কিছুই করার নেই। তারপরও মেডিকেল রিপোর্ট আসা পর্যন্ত আমরা অপেক্ষা করবো। রিপোর্ট পাওয়ার সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

মানবজমিন

One Response

Write a Comment»
  1. proyojonio test kore prokito raper k find out kora hok…. mone hochche victim er dulavhai e ai sorbonasa kajti koreche…. tar upojukto sasti chai. kono tadbir jeno kew na korte pare tar jonno prosasoner sunajar rakhar o dabi korchi.

Leave a Reply