কাভার্ডভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত, সড়ক অবরোধ

aaaMunshigonjমুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভাটেরচর এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় আরিফ হোসেন (১৫) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে সোমবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রাখে শিক্ষার্থী ও এলাকাবাসী।

এসময় শিক্ষার্থীরা অর্ধ শতাধিক যানবাহন ভাঙচুর করেছে বলে জানা গেছে।

নিহত আরিফ মহাসড়কের পাশে অবস্থিত ভাটেরচর দে এ মান্নান পাইলট স্কুলের ৯ম শ্রেণীর ছাত্র। তাৎক্ষণিকভাবে তার বাবার নাম জানা যায়নি।

অবরোধের ফলে যান চলাচল বন্ধ হয়ে মহাসড়কে প্রায় ১৫ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। তবে ১১টা থেকে যান চলাচল শুরু হয়েছে।


স্থানীয় সূত্র জানান, সকাল পৌনে ১০টার দিকে আরিফ হোসেন স্কুলে যাচ্ছিল। পথে ঢাকাগামী একটি কাভার্ডভ্যান তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ খবর পেয়ে ক্ষুব্ধ শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে যানবাহন ভাঙচুর করে।

ভবেরচর হাইওয়ে পুলিশের সার্জেন্ট মো. সাইফুল্ ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, প্রায় পৌনে এক ঘণ্টা অবরোধ থাকার পর উত্তেজিত শিক্ষার্থীদের বিচারের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেয়। এতে বেলা ১১টা থেকে আবারও মহাসড়কে যানবাহন চলাচল শুরু হয়েছে।

তিনি আরও জানান, ঘাতক কভার্ডভ্যান ও চালককে আটক করা হয়েছে। উত্তেজিত ছাত্ররা কিছু যানবাহন ভাঙচুর করে।

বাংলানিউজটোয়েন্টিফোর

Leave a Reply