মুন্সীগঞ্জ থেকে অপহরণের একদিন পর অপহৃত স্কুলছাত্রী সুমা আক্তার (১৩)কে উদ্ধার করেছে পুলিশ। এ সময় অপহরণকারী মহসিন (২২)কে গ্রেপ্তার করা হয়েছে। রোববার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলার জালকুড়িস্থ তালতলা (পূর্বপাড়া) এলাকার একটি বাড়ি থেকে তাকে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়। সোমবার দুপুর ১২ টার দিকে মহসিনকে আদালতে প্রেরণ করা হয়। আদালত তার জামিন মঞ্জুর না করে জেলা কারাগারে প্রেরণের নির্দেশ দেন। অপহরণকারী মহসিন মুন্সীগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের নলবুনিয়া কান্দি গ্রামের প্রয়াত জুলহাস বেপারীর ছেলে। অপহৃত সুমা আক্তার একই উপজেলার আধারা ইউনিয়নের সৈয়দপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী। সুমা সৈয়দপুর গ্রামের শামসু আকনের মেয়ে।
মুন্সীগঞ্জ সদর থানার এসআই সিদ্ধার্থ সাহা জানান, গত ২১শে সেপ্টেম্বর সকাল পৌনে ৮টার দিকে স্কুলের যাওয়ার পথে আগে থেকে ওঁত পেতে থাকা মহসিন সুমাকে অপহরণ করে নিয়ে যায়। পরে মহসিন জালকুড়িস্থ তালতলা এলাকায় তার এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেয়। গোপন সংবাদের ভিত্তিতে রোববার দিবাগত রাতে ওই বাড়িতে অভিযান চালিয়ে অপহৃতাকে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়।
ঢাকারিপোর্টটোয়েন্টিফোর
Leave a Reply