মুন্সীগঞ্জের আলোচিত মাদক সম্রাট হৃদয় আলম (২২)-কে পুলিশ গ্রেপ্তার করেছে। এ সময় তার কাছ থেকে ৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। বুধবার রাত পৌনে ৮টার দিকে শহরের উত্তর ইসলামপুরের ফরায়েজি বাড়ির ঘাট এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাকে। হৃদয় আলম একই এলাকার শাহ আলম ফরায়েজির ছেলে।
মুন্সীগঞ্জ সদর থানার এসআই মো. মোশারফ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে উত্তর ইসলামপুর এলাকায় অভিযান চালানো হয়।
এ সময় ফরায়েজি বাড়ির বালুর ঘাট এলাকা থেকে হৃদয় আলম ফরায়েজিকে আটক করা হয়। এ সময় পলিথিনের ভেতর মোড়ানো অবস্থায় তার কাছ থেকে ৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। হৃদয় আলম উত্তর ইসলামপুর এলাকায় দীর্ঘদিন ধরে ইয়াবা বিক্রি করে আসছে।
ঢাকারির্পোটটোয়েন্টিফোর
Leave a Reply