মুন্সীগঞ্জে এক রাতে পৃথক পৃথক অভিযানে ২’শ ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দিবাগত মধ্য রাত থেকে রোববার ভোর পর্যন্ত মুন্সীগঞ্জ শহরে ২ স্থানে ও জেলার শ্রীনগরে অপর আরেক স্থানে পুলিশের পৃথক অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ ৩ ইয়াবা বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
এ সব ঘটনায় রোববার দুপুরে মুন্সীগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য আইনে পৃথক ২ টি ও জেলার শ্রীনগর থানায় পৃথক আরেকটি মামলা দায়ের করা হয়। রোববার বিকেলে ৩ মাদক বিক্রেতাকে আদালতে পাঠানো হলে আদালত তাদের জেল হাজতে প্রেরনের নির্দেশ দেয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম জানান, শহরের দক্ষিন ইসলামপুর এলাকায় বসত-ঘরে তল্লাসি চালিয়ে ১’শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ বিক্রেতা মন্টু মিয়া ওরফে মন্টু চোরাকে (৩৫) গ্রেফতার করা হয়। একই রাতে একই এলাকায় মনির হোসেন ওরফে মইন্যার (৩২) বসত-ঘর থেকে আরো ১’শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ তাকে গ্রেফতার করে পুলিশ।
এদিকে, শনিবার মধ্য রাত ১২ টার দিকে শ্রীনগর উপজেলার কুকুটিয়া এলাকায় অভিযান চালিয়ে কামরুজ্জামান (৩৫) নামে এক মাদব বিক্রেতাকে ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয় বলে সত্যতা নিশ্চিত করেন শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান।
ওয়ান নিউজ
Leave a Reply