মুন্সীগঞ্জে ছাত্রলীগের এক সঙ্গে তিনটি শাখার সম্মেলন ঘিরে টানটান উত্তেজনা বিরাজ করছে। গঠনতন্ত্র উপেক্ষা করে অনিয়মতান্ত্রিকভাবে তড়িঘরি করে এ সম্মেলন করা হচ্ছে বলে এক পক্ষ অভিযোগ করেছেন। তাদের দাবি-সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিগত কমিটির নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা না করেই ছাত্রলীগের তিনটি শাখার সম্মেলনের তারিখ নির্ধারন করায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে মুন্সীগঞ্জ সদর উপজেলা, শহর শাখা, হরগঙ্গা কলেজ শাখার দ্বি-বার্ষিক সম্মেলনের আয়োজন করেছে জেলা ছাত্রলীগ। এদিকে, শহরের বিভিন্ন স্থানে সাটানো পোস্টার দেখে সদর উপজেলা, শহর ও কলেজ শাখা ছাত্রলীগের সম্মেলনের তারিখ জানতে পেরে ক্ষুব্ধ হয়ে উঠেছেন ছাত্রলীগের একটি অংশ। এছাড়া সম্মেলনে জেলা ছাত্রলীগের সভাপতি উদ্বোধক হওয়ার কথা থাকলেও তিনি অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করার ঘোষণা দিয়ে গঠনতন্ত্র পরিপন্থি কাজ করছেন বলেও অভিযোগ তুলেছেন নেতাকর্মীরা।
সদর উপজেলা ছাত্রলীগের আহবায়ক মো. খায়রুল ইসলাম পাভেল অভিযোগে জানান, কতিপয় ব্যক্তির ইন্ধনে জেলা ছাত্রলীগের সভাপতি মো. আসাদুজ্জামান সুমন ছাত্রলীগের তিনটি শাখার সভাপতি ও সম্পাদকদের সঙ্গে আলোচনা না করেই সম্মেলন আয়োজন করেছে। তিনি বলেন, অনিয়মতান্ত্রিকভাবে আয়োজিত সম্মেলন যেকোন মূল্যে প্রতিহত করা হবে। কেননা সম্মেলন আয়োজনে বিগত কমিটির সভাপতি, সম্পাদকসহ নেতৃবৃন্দকে অসম্মানিত করা হয়েছে। লঙন করা হয়েছে গঠনতন্ত্র ও নিয়মশৃঙ্খলা। দলীয় সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে ছাত্রলীগের তিনটি শাখার দ্বি-বার্ষিক সম্মেলনের আয়োজন করেছে জেলা ছাত্রলীগ। এতে প্রধান অতিথি হিসেবে থাকার কথা রয়েছে জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক মোহাম্মদ মহিউদ্দিন।
শহর ছাত্রলীগের সাবেক সভাপতি আবু হাসান ভুইয়া বাবু তার প্রতিক্রিয়ায় বলেন, তিনটি শাখার সম্মেলন একত্রে হলেও গঠনতন্ত্র অনুযায়ী শহর ছাত্রলীগের সভাপতি সম্মেলনে সভাপতিত্ব করবেন। জেলা ছাত্রলীগের সভাপতি পদাধিকার বলে সম্মেলনের উদ্বোধক হওয়ার নিয়ম থাকলেও জেলা ছাত্রলীগ সভাপতির সম্মেলনের সভাপতিত্ব করার বিষয়টি গঠনতন্ত্র পরিপন্থি কাজ।
ছাত্রলীগ নেতাকর্মীরা জানান, সম্মেলনের তারিখ নির্ধারনের পর থেকে ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে চাপা ক্ষোভ লক্ষ্য করা গেছে। শহর ছাত্রলীগ সভাপতি মালেকুন মাকসুদ বিপুল বলেন, অনিয়নতান্ত্রিকভাবে অনুষ্ঠিত হচ্ছে ছাত্রলীগের সম্মেলন। তারপরও প্রত্যাশা রইল সম্মেলনে নতুন কমিটি ও নুতন নেতৃত্ব আসুক।
এ ব্যাপারে জেলা ছাত্রলীগের সভাপতি মো. আসাদুজ্জামান সুমন বলেন-শহর কমিটি তিন মাসের মধ্যে সম্মেলন করতে ব্যর্থ হওয়ায় ওই কমিটি গত ৭-৮ মাস আগে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। তিনটি শাখার সম্মেলন একত্রে হওয়ায় তিনি সভাপতিত্ব করছেন। আগের কমিটিগুলোর কোন কার্যক্রম নেই। দলকে শক্তিশালী করার জন্য নতুন কমিটি গঠনের কোন বিকল্প নেই। কোন রকম গঠনতন্ত্র পরিপন্থি কাজ করা হচ্ছে না।
ঢাকা নিউজ এজেন্সি
Leave a Reply