মোজাম্মেল হোসেন সজল: ঈদ-পূজাকে সামনে রেখে জমে উঠেছে মাদক বাজার। ইয়াবা, ফেনসিডিল, বিয়ার, হেরোইনসহ বিভিন্ন ধরনের মাদক হাত বাড়ালেই পাওয়া যায়। মাদক মাদক সম্রাটরা মাদক বিক্রি করলেও রয়ে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে। তবে এদের কেউ কেউ ধরা পড়লেও আইনের ফাঁকফোকর দিয়ে বেরিয়ে এসে আবারো ব্যবসায় নেমে পড়ছে।
রাজনৈতিক শেল্টারসহ নানা কারণেও পার পেয়ে যাচ্ছে তারা। এদিকে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে জেলার মাদক সিন্ডিকেটদের তালিকা থাকলেও রহস্যজনক কারণে তাদের গ্রেফতারে করছে না। শহরের শীর্ষ মাদক ব্যবসায়ী লিয়াকতকে কয়েক দফা আটক করলেও পরে জামিনে বেরিয়ে এসে আবার পুরনো ব্যবসায় নেমে পড়ে।
এ ধারাবাহিকতায় ২৬ জুন শহরের নয়াগাঁও পূর্বপাড়া এলাকার জাহিদ নামে এক যুবককে ৩১৫ পিস ইয়াবা, ৪১ হাজার টাকা ও দুটি মোবাইল সেটসহ জেলার ডিবি পুলিশ গ্রেফতার করে। জাহিদ পঞ্চসার ইউনিয়ন যুবলীগের সভাপতি। কিন্ত কয়েকদিন যেতে না যেতেই আইনের ফাঁকফোকর দিয়ে জামিনে মুক্ত হন তিনি।
অবশ্য জাহিদের স্ত্রী সাদিয়া ইয়াসমিন এমিলি (২৮) দাবি করেন, তার স্বামী এখন মাদক ব্যবসা করেন না। তার কাছে ডিবি পুলিশ কোনো ইয়াবা পায়নি। জাহিদকে আটক করে ডিবি অফিসে নিয়ে ডিবির এসআই মাসুদুল হক উৎকোচ দাবি করে।
বলা হয়, জাহিদকে মাদকের আসামি করা হবে না যদি আমাদের দাবি পূরণ করেন। পরে ইয়াবা দিয়ে মামলায় জড়িয়ে জাহিদকে আদালতে চালান করে।
স্থানীয় সচেতন মহল মনে করেন, রাজনৈতিক পৃষ্ঠপোষকতা থাকায় মাঝেমধ্যে দু’একজন গ্রেফতার হওয়া শীর্ষ মাদক ব্যবসায়ী জামিনে মুক্ত হয়ে আবার মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে।
তবে এ থেকে রক্ষা পাচ্ছেন না সাধারণ মানুষ। ব্যবসার কাজে কিংবা কোনো জরুরি কাজে রাতে বের হলে পুলিশ দেহ কিংবা ব্যাগ তল্লাশির নামে আটক করে মাদক মামলায় চালান করে দেয়ার হুমকি দেয়।
মুন্সীগঞ্জ শহরের অন্যতম মাদক ব্যবসায়ী হচ্ছে লিয়াকত। তার কাছে বিদেশি মদ, বিয়ারসহ সব ধরণের মাদক পাওয়া যায়। তার এ ব্যবসা নিয়ন্ত্রণ করে তার স্ত্রী ও এক ভাতিজা।
পুলিশ তাকে গ্রেপ্তার করলেও টাকার বিনিময়ে মাদক সেবনকারী হিসেবে আদালতে চালান দেয়ার অভিযোগ রয়েছে।
শহরের উত্তর ইসলামপুর, দক্ষিণ ইসলামপুর, দেওভোগ, গনকপাড়া, নতুনগাঁও ও নয়াগাঁও এলাকায় ছেয়ে গেছে মাদকে।
মুন্সীগঞ্জের মুক্তারপুর হচ্ছে মাদকের অন্যতম ব্যবসায়ী এলাকা। এখানে মাদকের রমরমা ব্যবসা চলে। ডিঙ্গাভাঙ্গার অন্যতম মাদক ব্যবসায়ী পাগলা মনির। তার সহযোগী হচ্ছে রকিব।
তাদের কাছ থেকে অত্র এলাকার অনেকেই মাদক কিনে ব্যবসা করছে। তারা ম্যানেজ করেই ব্যবসা করছে বলে অভিযোগ রয়েছে।
ভট্টাচার্যবাগের মাদক ব্যবসায়ী ইলিয়াস ঢালী। তার নেতৃত্বে এখানে জমজমাট মাদকের ব্যবসা চলছে।
এ ব্যাপারে মুন্সীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম জানান, মাদক এখন নির্মূলের পথে। আমরা মাদকের বিরুদ্ধে অভিযান চালাচ্ছি। মাদক ব্যবসায়ী যে কেউ-ই হোক তাকে আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।
এমটিনিউজ২৪
Leave a Reply