সিপাহীপাড়া এলাকায় ৩ ছিনতাইকারীকে গনপিটুনি

hjমুন্সীগঞ্জ সদর উপজেলার সিপাহী পাড়া এলাকায় ব্যাটারী চালিত অটোবাইক চালকের মাথা ফাঁটিয়ে দিয়েছে ছিনতাইকারীরা। এ সময় বাইক ছিনিয়ে পালাতে গেলে ধৃত ৩ ছিনতাইকারীকে গনপিটুনি দিয়েছে পুলিশে সোপর্দ করে স্থানীয় জনতা। রক্তাক্ত জখম অবস্থায় অটোবাইক চালক কামাল হোসেনকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ধৃত ৩ ছিনতাইকারীর বিরুদ্ধে বৃহস্পতিবার সকালে সদর থানায় দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ বিকেলে ছিনতাইকারী রিফাত ওরফে ববি (১৯), আলিফ হোসেন (২৪) ও হোসেন বেপারী (২২)-কে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। অটোবাইক চালক আহত কামাল হোসেন বাদী হয়ে সদর থানায় ছিনতাইকারীদের বিরুদ্ধে ওই মামলা দায়ের করেন।

এর আগে বুধবার দিবাগত রাতে শহরের কাছে সিপাহীপাড়া-সুখবাসপুর সড়কে ব্যাটারী চালিত অটোবাইক চালক কামালের মাথা ফাঁটিয়ে দিয়ে অটোবাইক ছিনতাইকালে ওই ৩ ছিনতাইকারী বিক্ষুব্ধ জনতার হাতে ধরা পড়ে।


সদর থানার সেকেন্ড অফিসার (এস.আই) সুলতান উদ্দিন জানান, ব্যাটারী চালিত অটোবাইক চালক কামাল সিপাহীপাড়া এলাকা থেকে যাত্রীবোঝাই করে সুখবাসপুর এলাকায় যাচ্ছিল। পথিমধ্যে ৩ ছিনতাইকারী চালকের মাথা থেঁতলে দিয়ে অটোবাইক ছিনিয়ে নিতে গেলে স্থানীয় জনতার হাতে ধৃত হয়।

এতে বৃহস্পতিবার সকালে অটোবাইক চালক কামাল বাদী হয়ে ছিনতাইকারীদের বিরুদ্ধে মুন্সীগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেন। পরে দুপুরের দিকে ছিনতাইকারীদের আদালতে পাঠানো হলে বিকেলে আদালত তাদের জেল হাজতে প্রেরনের নির্দেশ দেয়।

এবিনিউজ

Leave a Reply