ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়ায় যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে অন্তত ২০ যাত্রী আহত হয়েছেন। মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার বাউশিয়া সজিব পাম্প স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে ১০জনকে ভবেরচর স্থাস্থ্য কমপ্লেক্স এবং বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
ভবেরচর ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) মো. দেলোয়ার হোসেন বাংলানিউজকে জানান, ঢাকা থেকে ছেড়ে আসা হোমনাগামী যাত্রীবাহী একটি বাস গজারিয়ার বাউশিয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এসময় বাসের অন্তত ২০ যাত্রী আহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে দাউদকান্দি ও নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় বাস যাত্রীদের উদ্ধার করে।
ভবেরচর ফাঁড়ির সার্জেন্ট মো. সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়ে নিজ গন্তব্যে চলে গেছেন।
বাংলানিউজটোয়েন্টিফোর
Leave a Reply