জাতির উদ্দেশে দেওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ প্রত্যাখ্যান করেছেন মুন্সীগঞ্জ জেলা বিএনপি। প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে দেওয়া ভাষণে নির্বাচন নিয়ে জটিলতা নিরসনে বিষয়টি স্পষ্ট না হওয়ায় ভাষণ প্রত্যাখানের ঘোষণা দিয়েছেন জেলা বিএনপি।
শুক্রবার রাত ৮টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য শেষ হওয়ার পরপরই মুন্সীগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক উপমন্ত্রী আব্দুল হাই ভাষণ প্রত্যাখানসহ বিভিন্ন অভিযোগ তুলে ধরেন।
জেলা বিএনপির সভাপতি আব্দুল হাই বলেন, বিএনপি কেন্দ্রীয় নেতারা কোনো নির্দেশনা পাওয়া যায়নি। তারপরও প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে নির্বাচন নিয়ে জটিলতা নিরসনে বিষয়টি স্পষ্ট না হওয়ায় এর প্রতিবাদে শহরের জেলা বিএনপির দলীয় এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া ভাষণ প্রত্যাখানের সিদ্ধান্ত নেওয়া হয় বলেও জানান জেলা বিএনপির সভাপতি আব্দুল হাই।
জেলা বিএনপির সভাপতি ও সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক আতোয়ার হোসেন বাবুল, জেলা যুবদলের সভাপতি তারিক কাশেম খান মুকুল, জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক শাহীন মিয়া, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তোতা মিয়া, শহর বিএনপির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, জেলা যুবদলের গণশিক্ষা বিষয়ক সম্পাদক নাজমুল হুদা, জেলা জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের সদস্য সচিব মোজাম্মেল হোসেন সজল, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাসুদ রানা প্রমুখ।
বাংলানিউজটোয়েন্টিফোর
Leave a Reply