মুন্সীগঞ্জে ইলিশ ও কারেন্ট জাল আটক

aaaMunshigonjমুন্সীগঞ্জ শহরের কাছে কাটাখালী খালে অভিযান চালিয়ে ৫০ কেজি মা ইলিশ ও ৪০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল আটক করা হয়েছে। রোববার সকাল ৯টার দিকে জেলা মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা অভিযান চালিয়ে এগুলো আটক করেন।

সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. রাশেদুজ্জামান বাংলানিউজকে জানান, মেঘনা নদীতে শিকার শেষে ট্রলার ভর্তি কারেন্ট জাল ও মা ইলিশ নিয়ে কতিপয় জেলে সকালে কাটাখালী খালে আসছে এমন খবর পেয়ে মৎস্য কর্মকর্তারা সেখানে অভিযান চালায়। অভিযানকালে ৫০ কেজি মা ইলিশ ও ৪০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়।


তবে এ সময় কাউকে আটক বা গ্রেফতার করা যায়নি বলে তিনি জানান।

বাংলানিউজটোয়েন্টিফোর

Leave a Reply