মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর গ্রামে গভীর রাতে অভিযান চালিয়ে পুলিশ দৈনিক প্রথম আলোর উপজেলা প্রতিনিধি মো: মহিউদ্দিনের বড় ভাইকে গ্রেফতার করেছে। বুধবার দিবাগত গভীর রাতে নিজ বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করে বলে সত্যতা নিশ্চিত করেন- গজারিয়া থানার ওসি (তদন্ত) ফরিদ উদ্দিন।
তিনি জানান, প্রথম আলোর গজারিয়া উপজেলা প্রতিনিধি মহিউদ্দিনের ভাই হাজী মো: শাহ-জালালকে সরকার বিরোধী কর্মকান্ডে লিপ্ত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। নাশকতা মূলক পরিকল্পনা এড়াতে বুধবার গভীর রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃত হাজী শাহ-জালাল গজারিয়া উপজেলা জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংগঠন জাসাসের সাধারন সম্পাদক। তাকে বৃহস্পতিবার দুপুরে জেলা সদরের আদালতে পাঠানো হয়েছে।
যমুনা নিউজ
Leave a Reply