সিরাজদিখানে প্রকৌশলী আসাদ হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশ

asad murderমুন্সীগঞ্জের সিরাজদিখানে প্রকৌশলী আসাদ খন্দকারের হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে এলাকাবাসী। সমাবেশ ও বিক্ষোভে প্রায় ২ সহস্রাধিক এলাকাবাসীর সমাগম ঘটে। বৃহস্পতিবার দুপুরে রাজানগর বাজারের পশ্চিম পাশে সভামঞ্চে বাজারের সভাপতি বজলুর রহমানের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সারোয়ার লস্কর, ওবায়দুল্লাহ হীরা, সৈয়দ ফজলুল হক, হাজী জাহাঙ্গীর, নিহতের শ্বশুর আব্দুল হালিম, গৌরাঙ্গ দাস, জাহাঙ্গির আলম, হাকিম খন্দকার, বিপ্লব প্রমূখ।


বক্তারা আসাদের হত্যার প্রতিবাদ জানিয়ে বলেন, অনতিবিলম্বে আসাদ হত্যা মামলার প্রধান আসামী বিএনপি নেতা জেআই চৌধুরী লিটনসহ এজাহার ভূক্ত সকল আসামীকে গ্রেফতার করতে হবে। প্রকাশ্য এ হত্যাকান্ডের সুষ্ঠু বিচার করতে হবে। এ মামলা নিয়ে কোন প্রকার টালবাহান সহ্য করা হবেনা।

পরে প্রতিবাদ সমাবেশ শেষ একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি রাজানগর বাজার হতে ১ কি. মি. দূরে টেঘরিয়া বিশ্ব মসজিদের নিকট গিয়ে শেষ হয়। এসময় আসাদ হত্যার বিচার ও হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মিছিলকারীরা বিভিন্ন প্রকার স্লোগান দেন।
asad murder
এদিকে মামলার তদন্তকারী কর্মকর্তা সিরাজদিখান থানার এসআই মুন্নাফ জানিয়েছেন, আসামীদের ধরতে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে। সোমবার রাতে আটককৃত আসামী মহসিন, আজিজুল, সোহাগ, কাউছার, আক্কাছ ও জুয়েলকে বুধবার ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়। ওই দিন আদাতের সময় শেষ হয়ে যাওয়ায় আসামীদের জেল হাজতে পাঠানো হয়েছে। আগামী রোববার এ ব্যাপারে বিস্তারিত শুনানি শেষে আদেশ দিবেন ম্যাজিষ্ট্রেট।

উল্লেখ্য গত সোমবার রাত্র সাড়ে ৯টার দিকে সিরাজরিজাদিখানের রাজানগনর ইউনিয়নের টেঘড়িয়া গ্রামের মরহুম খালেক খন্দকারের পুত্র প্রকৌশলী আসাদ মটোর সাইকেলযোগে বাড়ি ফেরার পথে প্রাকাশ্যে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে খুন হন।

বাংলাপোষ্ট২৪
ছবি ইমতিয়াজ বাবুলের সৌজন্যে

Leave a Reply