হরতালের প্রথম দিন মুন্সীগঞ্জ অচল হয়ে পড়েছে। রণক্ষেত্রে পরিণত হয় মুন্সীগঞ্জের গজারিয়া ও সিরাজদিখানের দুটি মহাসড়ক এলাকা। এই সময় দুই পুলিশসহ বিএনপি ও আওয়ামী লীগের অন্তত ৫০ জন আহত হয়েছে।
সিরাজদিখানে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৮০ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে।
এদিকে, শহরের জেলা বিএনপির সভাপতি, বিএনপির কেন্দ্রীয় কমিটির স্থানীয় সরকার ও সমবায় বিষয়ক সম্পাদক আবদুল হাইয়ের নেতৃত্বে খণ্ড খণ্ড মিছিল বের হয়। ভোর থেকেই জেলা যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের মিছিল ও পিকেটিং করতে দেখা গেছে।
জানা গেছে, ভোর থেকেই জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর মল্লিক রিপন, টঙ্গীবাড়ি উপজেলা বিএনপির সভাপতি খান মনিরুল মনি পল্টন, সাধারণ সম্পাদক আমির হোসেন দোলন ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সম্রাটের নেতৃত্বে ঢাকা-মাওয়া মহাসড়কের নিমতলা এলাকায় হরতালের সমর্থনে মিছিল করছিলেন। সকাল সাড়ে ৯টার দিকে স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগের ক্যাডাররা হরতালের বিপক্ষে নিমতলা ব্রিজ এলাকায় অবস্থান নিলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। একপর্যায়ে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশও সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এ সময় ত্রিমুখী সংঘর্ষে সিরাজদিখান থানার দুই পুলিশসহ ৩৫ জন বিএনপি নেতাকর্মী আহত হয়। আহতদের মধ্যে সিরাজদিখান থানার এসআই আতিয়ার, কনস্টেবল মনির হোসেন, টঙ্গীবাড়ি উপজেলা কৃষকদলের সভাপতি আক্তার হোসেন লাকুরিয়া, টঙ্গীবাড়ি উপজেলা যুবদল সভাপতি শামীম মোল্লা, সিরাজদিখান উপজেলা স্বেচ্ছাসেবকদলের সাংগঠনিক সম্পাদক সুজন, যুবদল নেতা অপু মাঝি, পারভেজ, নয়ন, আরিফ, সজিব ও কেয়াইন ইউনিয়ন আওয়ামী লীগে সভাপতি আশরাফ আলীকে ঢাকার মিডফোর্ট, পঙ্গু হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হচ্ছে।
পুলিশ ঘটনাস্থল থেকে মোসলেউদ্দিন (৪৬) ও বিপ্লব ওরফে ইকবাল (১৯) নামে বিএনপির ২ নেতাকে আটক করেছে।
দেড়ঘন্টা ব্যাপী সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া চলাকালে পুলিশ ৮০ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে বলে সিরাজদিখান থানার ওসি আবুল বাশার জানিয়েছেন। সিরাজদিখান উপজেলা যুবলীগের আহবায়ক রাকিবুল হাসান রাকিবের নেতৃত্বে চাপাতিসহ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে তারা নিমতলা ব্রিজ এলাকায় অবস্থান নেয়। পাশাপাশি নিমতলা বাজার এলাকায় স্থানীয় বিএনপি অবস্থান নেয়।
এদিকে শ্রীনগরের কেউটখালী এলাকায় মিছিলে পুলিশের হামলায় জেলা স্বেচ্ছাসেবকদলের সহ-প্রচার সম্পাদক মোহাম্মদ আলী গুরুতর আহত হয়েছে বলে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল জানিয়েছেন। এদিকে, জেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়ায় আওয়ামী লীগ ও পুলিশের হামলায় বিএনপির অন্তত ১৫ নেতাকর্মী আহত ও নেতাকর্মীদের ব্যবসায়ী প্রতিষ্ঠান ভাঙচুর করা হয়েছে।
জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য আবদুল হাই বলেন-গজারিয়া উপজেলার বিভিন্ন এলাকায় বিএনপি ও যুবদল-ছাত্রদলের নেতৃত্বে মিছিল বের হয়। এ সময় আওয়ামী লীগ ও পুলিশ হামলা চালায়। হোসেন্দি বাজার এলাকায় পুলিশ ও আওয়ামী লীগের সন্ত্রাসী ও পুলিশের হামলায় গজারিয়া উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাজিম হোসেন ও যুবদল নেতা মমিন গুলিবিদ্ধ হয়। ভবেরচর বাসস্ট্যান্ড এলাকায় উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মান্নান ফরায়েজীর ইলেকট্রনিক্সের দোকান ও বাউশিয়া বাজার এলাকায় বাউশিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মিন্টুর কলার আড়ত ভাঙচুর ও লুটপাট করে আওয়ামী লীগের স্থানীয় সন্ত্রাসীরা।
জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ইদ্রিস মিয়াজী মহন জানান, হোসেন্দি এলাকায় হোসেন্দি ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ওয়াসিম, সদস্য শাকিল ও নূরে আলম গুলিবিদ্ধ হয়।
এদিকে, বিএনপির কর্মসূচি পালনকালে পুলিশ ও আওয়ামী লীগের ক্যাডারদের হামলার ঘটনায় দুপুর ১২ টার দিকে শহরে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে প্রতিবাদ সভা হয়। জেলা বিএনপির সভাপতি আবদুল হাইয়ের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির প্রথম যুগ্ম-সাধারণ সম্পাদক আতোয়ার হোসেন বাবুল, শহর বিএনপির সভাপতি ও পৌর মেয়র এ কে এম ইরাদত মানু, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি তারিক কাশেম খান মুকুল, ইউরোপীয় ইউনিয়ন বিএনপি নেত্রী মমতাজ আলো, বিএনপি নেতা সাবেক ভিপি শাহীন মিয়া, জেলা জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের সদস্য সচিব মোজাম্মেল হোসেন সজল, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা প্রমুখ।
ঢাকারিপোর্টটোয়েন্টিফোর
Leave a Reply