মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার টেঙ্গারচর গ্রামে রোববার দুপুরে আওয়ামীলীগ ও বিএনপি সমর্থিত দু’গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত ১৩ জন আহত হয়েছে। টেঙ্গারচর ইউনিয়ন আ’লীগের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মো: মাহফুজ মিয়ার সমর্থক আব্দুল মতিন ডাক্তার ও টেঙ্গারচর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক ইউপি সদস্য মো: গাফ্ফার মেম্বারের দু’গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
রক্তাক্ত জখম অবস্থায় মো: কাউসার (১৯), মো: সায়েম (১৮) ও তাহিদ হোসেনকে (২০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহতদের গজারিয়া উপজেলার ভবেরচর স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন প্রাইভেট কিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
গজারিয়া থানার এসআই সানোয়ার হোসেন জানান, কোরবানীর ঈদের ২-৩ দিন পর আ’লীগ ও বিএনপির দু’গ্রুপের মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনায় গজারিয়া থানায় দায়ের করা মামলার আসামী বিএনপি দলীয় গাফ্ফার মেম্বারের লোকজন রোববার সকালে জেলা শহরের আমলী আদালতে আতœসমর্পন করে। এতে আদালত তাদের জামিন মঞ্জুর করে।
আদালত থেকে জামিন পেয়ে রোববার দুপুর ১ টার দিকে বিএনপি সমর্থিত লোকজন টেঙ্গারচর গ্রামে ফিরে একই গ্রামের আ’লীগ সমর্থিত মতিন ডাক্তারের বাড়িতে হামলা চালালে উভয় গ্রুপের মধ্যে ওই সংঘর্ষের সূত্রপাত হয়।
পরে পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।
বর্তমানে টেঙ্গারচর গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। গ্রামের দু’প্রান্তে দু’গ্রুপের লোকজন মুখোমুখি অবস্থান নিয়ে আছে।
আবারো রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা রয়েছে। তাই সেখানে সর্তকতা অবস্থায় রয়েছে পুলিশ।
যমুনা নিউজ
=======
গজারিয়ায় প্রতিপক্ষের হামলায় আহত ৩
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার টেঙ্গারচর গ্রামে প্রতিপক্ষের হামলায় তিনজন আহত হয়েছেন। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
আহত কাউছার (১৯), সায়েম (১৮) ও তাহিদকে (২০) আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, পূর্ব বিরোধের জের ধরে টেঙ্গারচর গ্রামের গাফফার মেম্বার গ্রুপের বাবুর নেতৃত্বে তার লোকজন প্রতিপক্ষের মতিন ডাক্তার গ্রুপের লোকজনের ওপর হামলা চালায়। এতে তিনজন গুরুতর আহত হয়। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ ঘটনার পর থেকে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এখন দুই গ্রুপই বিভিন্ন অস্ত্রেসস্ত্রে সজ্জিত হয়ে মুখোমুখি অবস্থান নিয়েছে বলে জানা গেছে।
এদিকে, যেকোনো সময় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের আশঙ্কায় পুলিশ টেঙ্গারচর গ্রাম পরিদর্শনসহ সর্তক দৃষ্টি রেখেছে।
এ বিষয়ে গজারিয়া থানার উপপরিদর্শক (এসআই) সানোয়ার হোসেন বাংলানিউজকে জানান, পুলিশ ঘটনাস্থলে যাওয়ার পর গাফফার গ্রুপের লোকজন আত্মগোপন করেছে।
বাংলানিউজটোয়েন্টিফোর
=============
মুন্সীগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষ : আহত ৩
মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার টেঙ্গারচর গ্রামে দুগ্রুপের সংঘর্ষে কমপক্ষে তিনজন আহত হয়েছেন। আজ রবিবার দুপুর ১টার দিকে এঘটনাটি ঘটে। আহত মো. কাউছার (২০), সায়েম (১৬) ও তাহিদকে (২১) আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, পূর্ব শত্রুতার জের ধরে টেঙ্গারচর গ্রামের গাফ্ফার মেম্বার গ্রুপের বাবুর নেতৃত্বে তার লোকজন প্রতিপক্ষ মতিন ডাক্তার গ্রুপের লোকজনের উপর প্রকাশ্য দিবালোকে হামলা চালায়। এতে তিনজন আহত হলেও তাদের মধ্যে তাহিদ গুরুতর আহত হয়। তাদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
এঘটনার পর থেকে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এখনও দুই গ্র“প বিভিন্ন অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মুখোমুখি অবস্থান নিয়েছে বলে জানা গেছে।
এদিকে যেকোন সময় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের আশঙ্কায় পুলিশ টেঙ্গারচর গ্রামে পরিদর্শনসহ সতর্ক দৃষ্টি রেখেছে।
এবিষয়ে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে যাওয়ার পর গাফ্ফার গ্রুপের লোকজন আত্মগোপন করেছে।
এবিনিউজ
Leave a Reply