মুন্সীগঞ্জ থেকে নিখোঁজ হওয়া সিমেন্ট বোঝাই ট্রলার বরগুনায় উদ্ধার

uddarমুন্সীগঞ্জ থেকে পাঁচ শ্রমিকসহ গত ৫ নভেম্বর নিখোঁজ হওয়া “সায়মা নৌ পরিবহন” নামের একটি ট্রলার বরগুনার পঁচাকোড়ালিয়া থেকে উদ্ধার করেছে র‌্যাব। শনিবার ভোর রাতে র‌্যাব-৮ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তা উদ্ধার করে। এসময় আটক করা হয় ৩ জনকে।


র‌্যাব-৮ এর কোম্পানি কমান্ডার ক্যাপ্টেন হাসিব জানান, মুন্সীগঞ্জ থেকে নিখোঁজ হওয়া ট্রলারের সিমেন্ট বরগুনার পঁচাকোড়ালিয়ায় উত্তোলন করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান চালাই। পরে সিমেন্ট বোঝাই ট্রলারটিসহ ৩ জনকে আটক করা হয়। এ সময় ট্রলারটি থেকে ১ হাজার ৫৭৫ বস্তা সিমেন্ট উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।

শীর্ষ নিউজ

Leave a Reply