লৌহজংয়ে শিশু চুরিকালে নারীকে গণপিটুনি

gpমুন্সীগঞ্জের লৌহজং উপজেলার বেঁজগাঁও এলাকায় শিশু চুরি করে পালাতে গিয়ে গণপিটুনির শিকার হয়েছেন ফারজানা বেগম (৪০) নামে এক নারী। শনিবার সকাল ১০টার দিকে স্থানীয় জনতা তাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। এ সময় তার কাছ থেকে ১৬ দিন বয়সী এক শিশুকে উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত শিশু উপজেলার হাটভোগদিয়া গ্রামের কালাম শরীফের ছেলে এবং আটক ফারজানা বেগম উপজেলার শুলপুর গ্রামের বাসিন্দা।

লৌহজং থানার উপপরিদর্শক (এসআই) এমদাদ হোসেন বাংলানিউজকে জানান, উপজেলার হাটভোগদিয়া গ্রামের কালাম শরীফের স্ত্রী সকাল ১০টার দিকে বাড়ির পাশের পুকুরে যায়।


এ সময় ফারজানা বেগম বসতঘর থেকে তার ১৬ দিন বয়সী ছেলেকে চুরি করে পালিয়ে যাচ্ছিল। স্থানীয়রা তাকে আটক করে গণপিটুনি দিয়ে শিশুটিকে উদ্ধার করে। পরে শিশুটিকে তার মায়ের কাছে হস্তান্তর করা হয়।

এ ঘটনায় বিকেল ৩টা পর্যন্ত থানায় কোনো অভিযোগ দাখিল করা হয়নি বলে তিনি জানান।

তিনি ‍‌আরও জানান, আটক ফারজানা বেগম পুলিশকে জানিয়েছেন তিনি ওই শিশুকে পালক নিতে চেয়েছিলেন।

এদিকে, একটি সূত্র জানায়, ওই শিশুর দরিদ্র বাবা-মাকে ২০ হাজার টাকা দিয়ে তাদের সন্তানকে পালক নেওয়ার কথা ছিল জাহানারা বেগমের। কিন্তু টাকা না দিয়েই শিশুটিকে চুরি করে নিয়ে যাচ্ছিলেন তিনি।

বাংলানিউজটোয়েন্টিফোর

Leave a Reply