মুন্সীগঞ্জের গজারিয়ায় হরতালে পিকেটিংয়ে পুলিশের দায়ের করা মামলায় বিএনপির আরো ১৭ নেতাকর্মী জামিন পেয়েছেন। এ নিয়ে গত তিন দফায় একই মামলায় ৫২ জন নেতাকর্মী জামিন পেলেন। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে নেতাকর্মীরা মুন্সীগঞ্জ ৫নম্বর আমলী আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করেন। এ সময় ওই আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্টে নার্গিস আক্তার তাদের জামিন মঞ্জুর করেন।
গত ২৭ অক্টোবর গজারিয়া উপজেলার হোসেন্দির জামালদি বাসস্ট্যান্ড এলাকায় পুলিশ ও আওয়ামী লীগের ত্রিমুখী সংঘর্ষ হয়। এ ঘটনায় গজারিয়া উপজেলা যুবদলের সভাপতি আব্দুল মান্নান মনা, সাধারণ সম্পাদক তপন চৌধুরীসহ ৬০জনকে আসামি করে এসআই মিন্টু মোল্লা বাদী হয়ে গজারিয়া থানায় মামলা দায়ের করেন। এ মামলায় বিএনপি নেতা এবায়েতউল্লাহ মেম্বার, টেঙ্গারচর ইউনিয়ন বিএনপির সভাপতি আলী হোসেনসহ ১৭ নেতাকর্মী করে জামিন প্রার্থনা করলে আদালতের বিচারক তাদের জামিন মঞ্জুর করেন। এ মামলায় আসামি পক্ষের আইনজীবী ছিলেন-মো. হালিম হোসেন।
জাস্ট নিউজ
Leave a Reply