মুন্সীগঞ্জ শহরের গোয়ালপাড়া এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যায় ফিল্মি কায়দায় মাথায় হেলমেট পড়ে ৩ ছিনতাইকারী মোটরবাইকযোগে একটি মাল্টি পারপাস কোম্পানীর ৪৫ হাজার টাকা ছিনতাই করে পালিয়েছে।
সন্ধ্যা সাড়ে ৫ টার দিকে মাঠ পর্যায়ে গ্রাহকদের কাছ টাকা উত্তোলন করে শহরের প্রধান বাজার সংলগ্ন মদিনা মাল্টিপারপাস কোম্পানীর হিসাব রক্ষক মো: রন্টি গোয়ালপাড়া লিংক সড়ক পথে কর্মস্থলে আসতে গেলে পথিমধ্যে হেলমেট পরিহিত ছিনতাইকারীদের কবলে পড়েন।
মদিনা মাল্টিপারপাস কোম্পানীর ম্যানেজার নুরুল ইসলাম যমুনা নিউজকে জানান, একটি কালো রংয়ের পালসার মোটরবাইকে চড়ে মাথায় হেলমেট পরিহিত অবস্থায় কোম্পানীর হিসাব রক্ষককে আগ্নেয়াস্ত্রের ভয় দেখিয়ে ওই টাকা ছিনতাই করে।
বৃহস্পতিবার রাত সোয়া ৯ টার দিকে সদর থানায় এ ঘটনায় হিসাব রক্ষক রন্টি নিজেই সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
মুন্সীগঞ্জ সদর থানার এসআই নারায়ন চন্দ্র দাস ঘটনাস্থলে প্রাথমিক তদন্ত করেছেন। ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। ছিনতাইকারীদের শনাক্ত করার প্রচেষ্টা চলছে বলে জানিয়ছেন সদর থানার সেকেন্ড অফিসার এসআই সুলতান উদ্দিন।
যমুনা নিউজ
Leave a Reply