মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের কাজীপাড়া গ্রামে শাহীনা আক্তার (৩৫) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। সোমবার দুপুর ২টার দিকে বসতঘর থেকে ঝুলন্ত অবস্থায় পুলিশ তার লাশ উদ্ধার করে। নিহত শাহীনা আক্তার ওই গ্রামের হাছন আলীর মেয়ে। তিনি স্বামী পরিত্যক্তা বলে জানা গেছে।
স্থানীয়রা জানায়, স্বামী পরিত্যক্তা শাহীনা বাবার বাড়িতে থাকতেন। পরিবারের অভাব অনটনের কারণে প্রায়ই তাকে কটু কথা শুনতে হতো। স্থানীয়দের ধারণা, এ কারণে অভিমান করে ও মনের কষ্টে তিনি নিজ বসতঘরে আঁড়ার সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন উর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বাংলানিউজটোয়েন্টিফোর
Leave a Reply