মুন্সীগঞ্জের আদালত প্রাঙ্গণ থেকে মোক্তার হোসেন নামে এক বিচার প্রার্থীর মোটরবাইক চুরি হয়েছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, মোক্তার হোসেন আদালতের মূল বাউন্ডারির ভেতর আইনজীবী সমিতির ভবনের সামনে তার মোটরসাইকেল রেখে জেলা ও দায়রা জজ আদালতের দ্বিতীয় তলায় যান। আধাঘণ্টা পর তিনি আইনজীবী সমিতির ভবনের সামনে এসে দেখেন তার মোটরসাইকেলটি নেই।
এসময় অনেক খোঁজাখুঁজি করেও তার মোটরসাইকেলটি পাওয়া যায়নি।
এ ঘটনায় দুপুরে সদর থানায় একটি অভিযোগ দাখিল করেন মোক্তার হোসেন। মোক্তার হোসেনের বাড়ি জেলার টঙ্গিবাড়ী উপজেলার লাখারন এলাকায়।
সদর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সাইদুল ইসলাম অভিযোগ দাখিলের বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলানিউজটোয়েন্টিফোর
Leave a Reply