পশ্চিম মুক্তারপুর এলাকায় যুবকের রহস্যজনক মৃত্যু

deadমুন্সীগঞ্জের পঞ্চসার ইউনিয়নের পশ্চিম মুক্তারপুর এলাকায় মো. সোহেল (৩০) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। বুধবার বিকেল ৪টার দিকে মুক্তারপুর এলাকার শাহ সিমেন্ট ফ্যাক্টরি রোডের ভাড়া বাসা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

মৃত মো. সোহেল নোয়াখালী জেলার চরকালী গ্রামের আব্দুল কাশেমের ছেলে বলে জানা গেছে।


মুক্তারপুর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. সেলিম মিয়া বাংলানিউজকে জানান, বিকেলে ঘরের মেঝেতে পড়ে থাকা অবস্থায় সোহেলের লাশ উদ্ধার করা হয়। লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যর কারণ জানা যাবে।

তিনি আরও জানান, সোহেল গত পাঁচ দিন আগে হাজী আয়নাল হকের বাড়িতে বাসা ভাড়া নিয়ে বসবাস করে আসছিলেন। তার সঙ্গে তার এক নানী শাশুড়ি থাকতেন বলে এলাকাবাসী জানিয়েছে।

বাংলানিউজটোয়েন্টিফোর

Leave a Reply