মোজাম্মেল হোসেন সজল: মুন্সীগঞ্জে রাতে এক সার ব্যবসায়ীসহ ৩ জনকে ছুরিকাঘাত করে ৮লাখ টাকা ছিনিয়ে নেয়া হয়েছে। ছুরিকাহত সার ব্যবসায়ী শাওন গাজী (২২), তার আত্মীয় রুহুল আমিন(২২) ও দোকানের কর্মচারি দিলীপ (২৬)-কে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার রাত ৭টার দিকে মুন্সীরহাট-কাটাখালী সড়কের কাটাখালীর কাছে এ ঘটনা ঘটে।
জানা গেছে, শহরের রনছ-রুহিতপুর এলাকার জসিম গাজীর ছেলে শাওন গাজীর মুন্সীরহাটে সারের আড়ত রয়েছে। গতকাল শনিবার বেচাকেনা শেষে মোটর সাইকেল দিয়ে শাওন গাজীসহ ওই ৩যুবক রনছ্ নিজ বাড়িতে আসছিলেন। পথিমধ্যে রাত ৭টার দিকে রিপরীত দিক থেকে আরেকটি মোটর সাইকেল দিয়ে ৩ছিনতাইকারী তাদের মোটর সাইকেলের গতিরোধ করে। এ সময় ছিনতাইকারীদের হাতে পিস্তল ও ছোড়া ছিল। একজন পিস্তল ঠেকিয়ে ও অপর ২ ছিনতাইকারী তাদের ছোড়া দিয়ে ছুরিকাহত করে নগদ ৮লাখ টাকা ও ৩টি মোবাইল সেট নিয়ে কেটে পড়ে। তাদের আর্তচিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসে।
Leave a Reply