ফলো আপ
স্থানীয় একজন জমি ব্যবসায়ীর ছেলেকে টাকা দেওয়ার পর ১১ হাজার টাকা ফেরত নেয়ার জের ধরে নারায়ণগঞ্জে মেধাবী স্কুলছাত্র সিয়াম আহমেদকে (১০) পরিকল্পিতভাবে খুন করা হয়েছে বলে নিহতের পরিবার অভিযোগ করেছেন।
নিহতের বাবা মোস্তফা বেপারী জানান, শহরের মাসদাইরে সিয়ামকে খুন করার পরেই মুন্সীগঞ্জে বস্তায় করে লাশ ফেলে দেওয়া হয়। সিয়াম ফতুল্লার মাসদাইর আদর্শ স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্র এবং একই এলাকার গার্মেন্টের স্টকলটের ব্যবসায়ী মোস্তফা বেপারীর ছেলে।
পরিবারের তিন ভাইয়ের মধ্যে সিয়াম সবার ছোট। মেঝ ভাই মিরাজ বাবার সঙ্গে স্টকলটের ব্যবসা করে।
নিহতের বড় ভাই রিফাত শীর্ষ নিউজকে জানান, শুক্রবার সন্ধ্যায় বাড়ির পাশে একটি মাঠে ব্যাড মিন্টন খেলতে যায় সিয়াম। পরে রাতে আর বাড়ি ফিরেনি।
এ ঘটনায় শনিবার সকালে ফতুল্লা মডেল থানায় একটি জিডি এবং বিভিন্ন এলাকায় মাইকিং করা হয়। এতে সকালেই সংবাদ পাওয়া যায় মুন্সিগঞ্জের শান্তিনগর গ্রামের মোল্লাবাড়ি কবরস্থানের পাশে একটি লাশ পড়ে আছে। পরে পুলিশ সিয়ামের লাশ সনাক্ত করে। এরপর বিকালে ময়না তদন্ত শেষে মাসদাইর কবরস্থনে দাফন করা হয়।
মোস্তফা বেপারী জানান, মাসদাইর এলাকার জনৈক ফারুক ম-লের সঙ্গে তার ভালো সম্পর্ক। সেই সুবাধে আর প্রতিবেশী হিসেবে সিয়ামের সঙ্গে ফারুক মন্ডলের ছেলে মেহেদী এলাকায় খেলাধুলা করতো।
মোস্তফা জানান, ব্যবসার টাকা অনেক সময় বাসায় এনে রাখলে সেখান থেকে টাকা নিয়ে যেত সিয়াম। আর সেই টাকা নিয়ে সে মেহেদীকে দিত। মাস তিনেক আগে মোস্তফা বেপারী ব্যবসার টাকা বাসায় এনে রাখলে সেখান থেকে ২২ হাজার টাকা নিয়ে যায় সিয়াম। পরে সিয়ামকে জিজ্ঞাসা করলে সে টাকা নেওয়ার কথা স্বীকার করে। টাকা কেন নিয়েছে এমন প্রশ্ন করলে সিয়াম বলে মেহেদী নিতে বলেছে। পরে তিনি সিয়ামকে বলে টাকা ফেরত আনতে পারবে কি না? সিয়াম তাতে সায় দিয়ে মেহেদীর কাছ থেকে ১১ হাজার টাকা ফেরত নিয়ে আসে। টাকা ফেরত আনার পরপরই মেহেদী মোস্তফা বেপারীর বাড়ির সামনে ধারালো অস্ত্র নিয়ে মোস্তফা বেপারীকে বিভিন্ন হুমকি ধামকি প্রদান করে। এ সময় সে সিয়ামকে হত্যার হুমকি দেয়। পরে স্থানীয়রা বিষয়টি সমাধান করে ।
এরপর থেকে মোস্তফা বেপারী সিয়ামকে মেহেদীর সঙ্গে মিশতে নিষেধ করেন। সিয়ামও মেহেদীর সঙ্গে মেলামেশা বন্ধ করে দেয়।
কিন্তু শুক্রবার বিকালে মেহেদী বাড়ির পাশের একটি মাঠে ব্যাড মিন্টন খেলতে যায়। পরে রাতে সে বাসায় ফিরে না আসলে মোস্তফা বেপারী ফতুল্লা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পাশাপাশি সিয়ামের সন্ধান পেতে বিভিন্ন এলাকায় মাইকিং করা হয়।
শনিবার সকালে মোস্তফা বেপারী মেহেদীকে বাড়িতে ডেকে এনে সিয়াম সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে এবং মেহেদীকে বলে যদি সিয়ামকে তুমি আটক রাখো তবে কিছু টাকা পয়সা দিচ্ছি তাকে ছেড়ে দাও। একথা বলে মোস্তফা বেপারী মেহেদীর হাত ধরলে তার হাত পা কাঁপতে থাকে।
এ ঘটনায় মোস্তফা বেপারীর সন্দেহ হলে তিনি ফতুল্লা পুলিশ দিয়ে মেহেদীর বাড়িতে তল্লাশী চালান। কিন্তু সেখানে সিয়ামের কোন হদিস পাওয়া যায়নি। পুলিশ মেহেদীর বাড়িতে থাকা অবস্থায় সিয়ামের লাশ মুন্সীগঞ্জে পড়ে থাকার খবর পায়।
মোস্তফার দাবি, সিয়ামকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে। সিয়ামের লাশের সাথে যে লুঙ্গি পাওয়া গেছে সেটা ফারুক মন্ডলের। ফারুক মন্ডলের বাসায় সিয়ামকে হত্যার পর তার লাশ ফেলে দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।
এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তবে ঘটনার পর থেকে ফারুক মন্ডল ও ছেলে মেহেদী পলাতক রয়েছে।
শীর্ষ নিউজ
========
১১ হাজার টাকার জন্য খুন হয় স্কুল ছাত্র সিয়াম
নারায়ণগঞ্জ শহরের মাসদাইরে আদর্শ স্কুলের ৪র্থ শ্রেণীর ছাত্র সিয়াম আহমেদকে (১০) হত্যার পেছনে ছিল প্রতিবেশীকে দেওয়া ১১হাজার টাকা ফেরত আনার বিরোধ ছিল বলে জানিয়েছে নিহতের বাবা ব্যবসায়ী মোস্তফা বেপারী। শনিবার সন্ধ্যায় নিউজ নারায়ণগঞ্জকে তিনি জানান, লোন দেওয়া ১১ হাজার টাকা চাওয়ায় ওই প্রতিবেশী একাধিকবার সিয়াম ও তার পরিবারকে ভয় ভীতি প্রদান করে। পরে শুক্রবার বিকেলে সিয়ামকে অপহরণ করে পরিকল্পিতভাবে হত্যা করেছে।
সিয়াম ফতুল্লার মাসদাইরে অবস্থিত আদর্শ স্কুলের ৪র্থ শ্রেনীর ছাত্র এবং একই এলাকার গার্মেন্টের স্টকলটের ব্যবসায়ী মোস্তফা বেপারীর ছেলে।
পরিবারের ৩ ভাইয়ের মধ্যে সিয়াম সবার ছোট। ভাইদের মধ্যে সবার বড় মিঠু। সে ৪ বছর যাবত ফ্রান্সে রয়েছে। আর মেঝ ভাই রিফাত বাবার সাথে স্টকলটের ব্যবসা করে।
নিহতের বড় ভাই রিফাত নিউজ নারায়ণগঞ্জকে জানান, শুক্রবার সন্ধ্যায় বাড়ির পাশে একটি মাঠে ব্যাডমিনটন খেলার জন্য যায়। পরে রাতে আর বাড়ি ফিরেনি। এ ঘটনায় শনিবার সকালে ফতুল্লা মডেল থানায় এ কটি জিডি করে এবং বিভিন্ন এলাকায় মাইকিং করা হয়। এতে সকালেই সংবাদ পেয়ে মুন্সিগঞ্জের শান্তিনগর গ্রামের মোল্লাবাড়ি কবরস্থানের পাশ থেকে একটি লাশ পড়ে আছে। পরে পুলিশের মাধ্যমে সিয়ামের লাশ সনাক্ত করা হয়। পরে শনিবার বিকেলে তার লাশ ময়নাতদন্তের শেষে মাসদাইর কবরস্থনে দাফন করা হয়।
মোস্তফা বেপারী জানান, মাসদাইর এলাকার জনৈক ফারুক মন্ডলের সঙ্গে তার ভালো সম্পর্ক। সেই সুবাধে আর প্রতিবেশী হিসেবে সিয়ামের সাথে ফারুক মন্ডলের ছেলে মেহেদী এলাকায় খেলাধুলা করতো।
মোস্তফা জানান, ব্যবসার টাকা অনেক সময় বাসায় এনে রাখলে সেখান থেকে টাকা নিয়ে যেত সিয়াম। আর সেই টাকা নিয়ে সে মেহেদীকে দিত। মাস তিনেক আগে মোস্তফা বেপারী ব্যবসার টাকা বাসায় এনে রাখলে সেখান থেকে ২২ হাজার টাকা নিয়ে যায় সিয়াম। পরে সিয়ামকে জিজ্ঞাসা করলে সে টাকা নেয়ার কথা স্বীকার করে। টাকা কেন নিয়েছে এমন প্রশ্ন করলে সিয়াম বলে মেহেদী নিতে বলেছে। পরে তিনি সিয়ামকে বলে টাকা ফেরত আনতে পারবে কিনা। সিয়াম তাতে সায় দিয়ে মেহেদীর কাছ থেকে ১১ হাজার টাকা ফেরত নিয়ে আসে। টাকা ফেরত আনার পরপরই মেহেদী মোস্তফা বেপারীর বাড়ির সামনে ধারালো অস্ত্র নিয়ে মোস্তফা বেপারীকে বিভিন্ন হুমকি ধমকি প্রদান করে। এ সময় সে সিয়ামকে হত্যার হুমকি দেয়। পরে বিষয়টি সামাজিকভাবে সমাধান করে এলাকার লোকজন।
এরপর থেকে মোস্তফা বেপারী সিয়ামকে মেহেদীর সাথে মিশতে বারণ করেন। সিয়ামও মেহেদীর সাথে মেলামেশা বন্ধ রাখে।
কিন্তু শুক্রবার বিকেলে মেহেদী বাড়ির পাশের একটি মাঠে ব্যাটমিন্টন খেলতে যায়। পরে রাতে সে বাসায় ফিরে না এলে মোস্তফা বেপারী ফতুল্লা মডেল থানায় একটি সাধারণ ডায়রী করেন। পাশাপাশি সিয়ামের সন্ধান পেতে বিভিন্ন এলাকায় মাইকিং করা হয়।
শনিবার সকালে মোস্তফা বেপারী মেহেদীকে বাড়িতে ডেকে এনে সিয়াম সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে এবং মেহেদীকে বলে যদি সিয়ামকে তুমি আটক রাখো তবে কিছু টাকা পয়সা দিচ্ছি তাকে তুমি ছেড়ে দাও। একথা বলে মোস্তফা বেপারী মেহেদীর হাত ধরলে তার হাতপা কাঁপতে থাকে।
এ ঘটনায় মোস্তফা বেপারীর সন্দেহ হলে তিনি ফতুল্লা পুলিশ দিয়ে মেহেদীর বাড়িতে তল্লাশী চালান। কিন্তু সেখানে সিয়ামের কোন হুদিস পাওয়া যায়নি। পুলিশ মেহেদীর বাড়িতে থাকা অবস্থায় সিয়ামের লাশের মুন্সিগঞ্জে পড়ে থাকার খবর পায় পুলিশ।
মোস্তফার দাবী, সিয়ামকে যে লুঙ্গী দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে সেটা ফারুক মন্ডলের। ধারণা করা হচ্ছে মাসদাইরে শুক্রবার রাতে সিয়ামকে হত্যার পরেই লাশ মুন্সীগঞ্জে নিয়ে ফেলে দেয়।
এ ঘটনায় তারা হত্যা মামলার প্রস্তুতি নিচ্ছে। তবে ঘটনার পর থেকে ফারুক মন্ডল ও ছেলে মেহেদী পলাতক রয়েছে।
নিউজ নারায়ণগঞ্জে
Leave a Reply