মুন্সীগঞ্জ শহরের মানিকপুর এলাকায় আলু গবেষনা কেন্দ্রের সামনে থেকে রোববার সন্ধ্যায় ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ যুববকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার করা যুবকের নাম শামীম আহমেদ (৩৭)। সে শহরের হাটলক্ষীগঞ্জ এলাকার বাসিন্দা।
সদর থানার এসআই মো: মোশারফ হোসেন জানান, নিজ পরিধেয় থ্রি-কোয়াটার প্যান্টের পকেটে বিপুল পরিমানের ইয়াবা মজুদ করে পাচারের সময় যুবক শামীমকে গ্রেফতার করে পুলিশ। এ সময় তার থ্রি-কোয়াটার প্যান্ট তল্লাসি করে ওই সমুদয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
যমুনা নিউজ
Leave a Reply