টঙ্গীবাড়ী উপজেলার বালিগাঁও বাজারের গরুর হাটের ইজারা দার মোল্লা আনোয়ার হোসেন পারভেজ সহ ৪জনের বিরুদ্দে অর্থ আত্মসাৎ এর অভিযোগে মামলা করেন হাটের আরেক অংশীদার টঙ্গীবাড়ী গ্রামের মোঃ সোহেল মাঝি। জানাযায়, ঈদ-উল-আজহা উপলক্ষে পশুর হাট ইজারা নিতে মোঃ সোহেল মাঝি দশ লাখ টাকা হাটের অংশিদার হিসেবে হাটের ইজারাদার মোল্লা পারভেজ কে দেন।
এক মাসের বেশী সময় পার হলেও ইজারাদার অংশীদারের টাকা না বুঝিয়ে দেওয়ায় এবং টাকা দিতে অস্বিকার করায় রবিবার সোহেল মাঝি বাদী হয়ে মোল্লা আনোয়ার হোসেন পারভেজ, আশ্রাফ মুন্সি, এস,এম, রতন ও মাহাবুব আলম টিটু সহ ৪ জনকে আসামী করে টঙ্গীবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন। রবিবার রাতে পুলিশ এস,এম,রতন কে পুলিশ গ্রেফতার করেন।
বাংলাপোষ্ট২৪
Leave a Reply