লৌহজংয়ে আ’লীগের ২ অফিসে আগুন

fire12লৌহজং উপজেলার মাওয়া ও মেদেনীমন্ডল এলাকায় বুধবার আ’লীগের ২ টি অফিসে আগুন দেওয়া হয়েছে। ভোরে কুমারভোগ ইউনিয়ন আ’লীগ অফিসে ও উত্তর মেদেনীমন্ডলে এলাকায় স্বেচ্ছাসেবক লীগের অফিসে আগুন দেওয়া হয়।

কুমার ভোগ ইউনিয়ন আ’লীগের সভাপতি লুৎফর রহমান তালুকদার বলেন- রাজনৈতিক প্রতিহিংসা পরায়ন হয়ে বিরোধী দলীয় জোটের নেতাকর্মীরাই এ আগুন দিয়েছে।


এ ব্যাপারে মাওয়া নৌ-ফাঁড়ির ইনচার্জ এসআই হাফিজুর রহমান জানান, আগুন লাগার কারন জানা যায়নি। বাইরে থেকে কেউ আগুন ধরিয়ে দিয়েছে, নাকি বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুন লেগেছে-তা জানার চেষ্টা চলছে।

যমুনা নিউজ

Leave a Reply