মুন্সীগঞ্জ আ.লীগের বিদ্রোহী গ্রুপের আনন্দ মিছিল

balদশম সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ-৩ আসনে দলীয় প্রার্থী হিসেবে কেন্দ্রীয় আ’লীগের উপ-দফতর সম্পাদক মৃনাল কান্তি দাসের নাম ঘোষণার পর মুন্সীগঞ্জে আনন্দ মিছিল করেছে আ’লীগের বিদ্রোহী গ্রুপের নেতাকর্মীরা।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের জমিদারপাড়া এলাকা থেকে এ আনন্দ মিছিলটি বের করে নেতাকর্মীরা।

উল্লেখ্য, ছাত্রলীগ নেতা তাপস হত্যার পর থেকে মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগ দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে। এক গ্রুপের নেতৃত্বে জেলা আ’লীগের সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন ও বিদ্রোহী গ্রুপের নেতৃত্ব দেন আ.লীগ নেতা ও সদর উপজেলা চেয়ারম্যান আনিছুজ্জামান ও কেন্দ্রীয় আ.লীগের উপদফতর সম্পাদক মৃনাল কান্তি দাস।

বাংলানিউজটোয়েন্টিফোর

Leave a Reply