গজারিয়ায় জাপা কর্মীদের ওপর হামলায় আহত ৫

hamla1মুন্সীগঞ্জের গজারিয়ার জাতীয় পার্টির (জাপা) নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে বিএনপির নেতাকর্মীরা। শনিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার রসুলপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটে।

হামলায় জাপার পাঁচ নেতাকর্মী আহত হয়েছেন। তাদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

মুন্সীগঞ্জ-৩ আসনের জাতীয় পার্টির সংসদ সদস্য প্রার্থী মুহাম্মদ কলিমউল্লাহ বাংলানিউজকে জানান, বিকেলে তার নির্বাচনী কর্মীসভা অনুষ্ঠিত হয়। সভা শেষে জাতীয় পার্টির নেতাকর্মীরা বাড়ি ফিরছিলেন।


এ সময় জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মজিবুর রহমানের নেতৃত্বে বিএনপি নেতাকর্মীরা অর্তকিতে তাদের ওপর হামলা চালায়।

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন উর রশীদ জানান, ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।

গজারিয়া থানার পরির্দশক মো. ফরিদউদ্দিন বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলানিউজটোয়েন্টিফোর
=============

মুন্সীগঞ্জে জাতীয় পার্টির নির্বচিনী সভায় হামলা

গজারিয়া উপজেলার রাসুলপুরে জাতীয় পার্টির প্রার্থী আলহাজ কলিমুল্লাহ’র নির্বাচনী সভায় বিএনপি হামলায় ১০ ব্যক্তি আহত হয়েছে। ভাংচুর করা হয়েছে স্থানীয় জাতীয় পার্টির কার্যালয়। নুর আলম (২৮), রাসেল (৩০), আলী আহম্মদ (৩৫), মমিন মজুমদার (৫০), মানিককে (২৮) স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। আলহাজ্ব কলিমুল্লাহ জানান, সন্ধ্যা সাড়ে ৬টায় দিকে জেলা বিএনপি নেতা মজিবুর রহমানের নেতৃত্বে ৪০/৪৫ জনের একদল সন্ত্রাসী লাঠিসোটা নিয়ে আকস্মিক এই হামলা চালায়।


এতে নির্বাচনীসভায় যোগ দেয়া শতাধিক নেতাকর্মী বিপাকে পড়ে দিগ্বিদ্বিক ছুটা ছুটি শুরু করে। এই সময় কিলঘুষি, লাটিপেটা ও ইটের আঘাতে ১০ জন আহত হয়। ভাংচুর করা হয় জাতীয় পার্টির কার্যালয়। নামাজ পড়তে যাওয়ার কারণে রক্ষা পান কলিমুল্লাহ। গজারিয়া থানা ওসি মামুনুর রশীদ জানান, হিমাগার কম্পাউন্ডে সভা শেষে নেতাকর্মীরা বের হওয়ার সময়ই হামলাটি হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখনও কোন মামলা হয়নি। অভিযোগ পেলে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

স্বদেশ২৪

Leave a Reply