মুন্সীগঞ্জ সদর উপজেলায় রামপাল ইউনিয়নের সিপাহীপাড়া চৌরাস্তা সংলগ্ন বল্লাল বাড়ী এলাকা থেকে বুধবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিদেশী মদসহ ১ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত যুবকের নাম মো. কাজল (৩৫)।
এবিষয়ে মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম জানান, হাতিমারা পুলিশ ফাঁড়ির একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে রামপাল ইউনিয়নে বল্লাল বাড়ী এলাকায় অভিজান চালিয়ে কাজল নামের এক যুবককে ৩ বোতল বিদেশী মদসহ গ্রেপ্তার করা হয়। ওসি আও জানান, গ্রেপ্তারকৃত যুবকের নামে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে তাকে কোর্টে পাঠানো হয়েছে।
এবিনিউজ
Leave a Reply