কাল মুন্সীগঞ্জ হানাদারমুক্ত দিবস, নানা কর্মসূচি গ্রহণ

msরক্তঝরা একাত্তর
১৯৭১-এর রক্তঝরা মাস ডিসেম্বর। রক্ষক্ষয়ী মুক্তিযুদ্ধ আর বিভীষিকাময় অবরুদ্ধ জীবনের পর ১৯৭১ সালের ১১ ডিসেম্বর হানাদার মুক্ত হয় মুন্সীগঞ্জ। এ সময়ে পাক বাহিনীর বর্বরতা আর মুক্তিযোদ্ধাদের প্রবল প্রতিরোধ চলে জেলাব্যাপী। মুক্তিযোদ্ধারা একের পর এক সফল অপারেশন চালিয়ে ১১ ডিসেম্বর হানাদার মুক্ত করে মুন্সীগঞ্জ। এ উপলক্ষ্যে জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমাণ্ডের পক্ষে জেলা প্রশাসন ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছেন।

কাল ১১ ডিসেম্বর হানাদার মুক্ত দিবসের দিনে সকাল সাড়ে ৯টার দিকে নবনির্মিত মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স ভবনের উদ্বোধন করা হবে। জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমাণ্ডের দায়িত্বে থাকা মুন্সীগঞ্জ জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদল। এ নতুন ভবন তৈরীর জন্য মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ২ কোটি ২৫ লাখ টাকা বরাদ্দ করেছেন।এর মধ্যে ১ কোটি ৭০ লাখ টাকা পাওয়া গেছে। গণপূর্ত বিভাগের তত্বাবধানে এ ভবন তৈরী হয়েছে। এদিকে, মুক্তদিবস উপলক্ষ্যে কাল সকাল ৯টার দিকে পুরাতন কাচারিস্থ জেলা শিল্পকলা একাডেমী থেকে বর্ণাঢ্য বিজয় র‌্যালি বের হবে। র‌্যালিটি নবনির্মিত মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স ভবনের সামনে এসে শেষ হবে। এখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রকৃতিতে পুস্পমাল্য অর্পণ করা হবে। পরে জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদল নবনির্মিত ভবনের উদ্বোধন করবেন। পরে মুক্তিযোদ্ধা সংসদ সংলগ্ন সড়কে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমাণ্ডের সাবেক কমাণ্ডার ও মুন্সীগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিসউজ্জামান আনিসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন-জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদল। বিশেষ অতিথি হিসেবে থাকার কথা রয়েছে-মুন্সীগঞ্জ পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, মুন্সীগঞ্জ সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষ সুখেন চন্দ্র ব্যাণার্জী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ লুৎফর রহমান, সাবেক সাধারণ সম্পাদক ঢালী মোয়াজ্জেম হোসেন, বীর মুক্তিযোদ্ধা এনামুল হক প্রমুখ।
ms

নবনির্মিত মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স ভবন নবনির্মিত মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স ভবন

মুন্সীগঞ্জ বার্তা

Leave a Reply