নাশকতা ঠেকাতে এবার প্রশাসনের পাশাপাশি মাঠে নেমেছে পরিবহন শ্রমিকরা। রাতে মাওয়া ঘাটে রাত জেগে পুলিশের পাশাপাশি পরিবহন শ্রমিক, এলাকাবাসী ও দোকানদারা পালাক্রমে পাহারা দিতে দেখা গেছে। শনিবার ভোর রাতে দুর্বৃত্তদের দেয়া আগুনে মাওয়া পাম্পে রাখা গাঙচিল পরিবহন ও ঘাটে থাকা গ্রেট বিক্রমপুর পরিবহনের ৩টি বাস পুড়িয়ে দেয় ও ৩টি লঞ্চ ভাঙচুর করে। এতে বাসে থাকা আলমগীর নামের এক হেলপার অগ্নিদগ্ধ হয়।
তাই এ নাশকতা ঠেকাতে আইনশৃঙখলা বাহিনীর সাথে পরিবহন শ্রমিক, এলাকাবাসী ও দোকানদারা লাঠিসোটা নিয়ে রাত জেগে পাহারা বসিয়েছে রাস্তার বিভিন্ন মোড়ে ও অলিগলিতে। পরিবহন শ্রমিক শরীফ মিয়া জানান, দিনের বেলা নিরাপত্তা নাই। রাতেও ঘুমন্ত মানুষ পুড়াইয়া মারবো-আমাগো নিরাপত্তা কে দিবো, তাই আমাগো জানমালের নিরাপত্তা আমরাই দিমু। এই জন্য তিন চারটা গ্রুপ করছি-রাত জাইগা পুলিশের সাথে পরিবহন শ্রমিক, এলাকাবাসী ও দোকানদার ভাইরা পালাক্রমে পাহারার ব্যবস্থা করছি। লৌহজং থানার সেকেন্ড অফিসার মো. জুলহাস জানান, নাশকতা এড়াতে এলাকাবাসী, পরিবহন শ্রমিক ও দোকান মালিকরা জানমাল রক্ষা করতে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি তারাও পাহারায় নেমেছে।
মুন্সীগঞ্জ বার্তা
=========
মাওয়ায় নাশকতা প্রতিরোধে শ্রমিকদের পাহারা
অবরোধ ও হরতালে বাস-লঞ্চে অগ্নিসংযোগের মতো নাশকতা প্রতিরোধসহ নিরাপত্তা নিশ্চিত করতে মাওয়া ঘাটে পাহারার দায়িত্ব নিয়েছেন পরিবহন শ্রমিকরা।
রোববার রাত থেকে পুলিশের পাশাপাশি শ্রমিকরা পাহারার কাজ শুরু করে। এছাড়া স্থানীয় দোকানদার ও এলাকাবাসী মাওয়ার বিভিন্ন মোড়ে ও অলিগলিতে রাত জেগে পাহারা দিচ্ছে।
সোমবার সকালে লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম বিষয়টি নিশ্চিত করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শ্রমিকদের সঙ্গে স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীরা চারটা গ্রুপে বিভক্ত হয়ে পালাক্রমে পাহারা শুরু করেছে।
সংশ্লিষ্টরা জানান, যতদিন নাশকতার আশঙ্কা থাকবে ততদিন এই পাহারা চলবে।
ওসি কালাম বলেন, শনিবার ভোররাতে মাওয়া ঘাটের পার্কিং ইয়ার্ডে রাখা দুটি বাসে আগুন দেয়া হয়। এ সময় একটির ভেতর ঘুমিয়ে থাকা চালকের সহকারী আলমগীর হোসেন (২৩) অগ্নিদগ্ধ হন।
একই সময় ঘাটে নোঙর করা এমভি রাজিব-২ ও এমভি মাসুম নামে দুটি লঞ্চেও আগুন দেয়া হয়। এছাড়া এমভি সজল-১ ও এমভি হালিম নামে দুটি লঞ্চ ভাংচুরও করা হয় বলে জানান তিনি।
এর পর থেকেই পরিবহন শ্রমিক, স্থানীয় দোকানদার ও এলাকাবাসী পাহারার সিদ্ধান্ত নেয়।
বাসের ভিতর ঘুমন্ত আলমগীরের অগ্নিদগ্ধ হওয়া ও তার দুদিন আগে রাজধানীর সায়েদাবাদে একইভাবে ঘুমন্ত হাসান নামে এক পরিবহন শ্রমিকের মৃত্যুর ঘটনায় নিজেদের জীবনের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হন পরিবহন শ্রমিকরা।
এ ব্যাপারে পরিবহন শ্রমিক শরিফ মিয়া বলেন, “পার্কিং করা বাসেও রক্ষা নাই, ঘুমন্ত মানুষ পোড়াইয়া মারতে চায়। আমাগো নিরাপত্তা কে দিব? তাই জানমালের নিরাপত্তা আমগোই করতে হইতাছে।”
ওসি আবুল কালাম বলেন, নাশকতা এড়াতে দেশের সকল এলাকায় যদি জনগণ এভাবে এগিয়ে আসে তবে নাশকতাকারীরা পালাবেই।
বিডিনিউজ টোয়েন্টিফোর
Leave a Reply