আরিফ হোসেন: শ্রীনগরে দুর্ধর্ষ আকাশ-বিকাশ বাহিনীর আকাশ (২৫) প্রতিপক্ষের গুলিতে নিহত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় পুলিশ আকাশের গুলিবিদ্ধ লাশ উপজেলার জাহানাবাদ এলাকা থেকে উদ্ধার করে। এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে দশটার দিকে ঢাকা-দোহার সড়কের তালুকদার বাড়ী এলাকায় আকাশ-বিকাশ গ্র“প আরাম পরিবহনের একটি বাসে উঠে যাত্রীদের জিম্মি করে ছিরতাইয়ের চেষ্টা করে।
এ সময় ঐ এলাকার রফিক (৫৫) নামের এক বাস যাত্রীর বাধার মুখে তারা ছিনতাই করতে ব্যার্থ হয়। এতে তারা ক্ষিপ্ত হয়ে রফিককে মারধর করে বাস থেকে নেমে যায়। এঘটনার জেড় ধরে শুক্রবার বিকাল সাড়ে তিনটার দিকে জাহানাবাদ ব্রীজের উপড় রফিকের ছেলে নহিদ (২৪) ও আজমল বাহিনীর সদস্য খায়রুল (২৬) আকাশকে লক্ষ্য করে দুরাউন্ড গুলি করে। এতে আকাশ পেটে ও চোয়ালে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই প্রান হারায়।
আকাশ বাঘরা এলাকার তাইজুদ্দিনের ছেলে। শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান জানান, আকাশের বিরুদ্ধে শ্রীনগর থানায় ছিনতাই-ডাকাতি সহ একাধিক মামলা রয়েছে।
Leave a Reply