টঙ্গীবাড়ীতে শিশুর উপর হামলা

hamla1ব.ম শামীম: টঙ্গীবাড়ী উপজেলার আমতলী গ্রামের সেগুনতলা নামক স্থানে ফয়সাল (১১) নামের এক শিশুর উপর হামলা চালিয়েছে সুজন মল্লিক নামের এক নেশাখোর। এ সময় শিশুটি তার পিতা আলী আব্বাসের মুদি দোকানে বসে ছিলেন।


উক্ত নেশাখোর মুদি দোকানের ক্যাস বাক্রে হাত দিয়ে টাকা নেওয়ার চেষ্টাকালে তাকে বাধা দেওয়ায় শিশুটিকে পিটিয়ে আহত করা হয়। এ ঘটনায় শিশুটির পিতা আব্বাস বাদী হয়ে টঙ্গীবাড়ী থানায় একটি অভিযোগ দায়ের করেছে।

Leave a Reply