গজারিয়া সিকদার পাম্পের ৫টি দোকানে দুর্ধর্ষ ডাকাতি

dakatমুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে বালুয়াকান্দি সিকদার পাম্পে ৫টি দোকানে দুধর্ষ ডাকাতি, প্রায় ৬লক্ষ টাকার মালামাল নিয়ে যায় ডাকাতদল। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গভীর রাত ২টার দিকে ৫টি দোকানের তালা ভেঙ্গে ডাকাতি করে ডাকাতদল। ৫টি দোকান- হানিফ ষ্টোর, জাকির ষ্টোর, জাহাঙ্গীর ষ্টোর, আবু সাইদ ষ্টোর, শরিফ ষ্টোর তালা ভেঙ্গে দোকানে ডুকে নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্র নিয়ে যায় ডাকাতদল।


ঐ পাম্পের দারোয়ান আবদুর রব জানায়, রাতের ০২টার দিকে আমি দেখি দোকানের তালাগুলো ভাংগা,এরপর বিষয়টি পাম্পের মালিককে অবহিত করি। পাম্পের মালিক আনিসুর রহমান সিকদার বলেন, এই ৫টি দোকানের ভাড়া পাম্পের মসজিদের কাজে ব্যবহার হয়। এই ব্যাপারে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ মামুন অর রশিদ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং বলেন, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

এফএনএস

Leave a Reply