মুন্সীগঞ্জের সিরাজদিখানে স্বামীর বসত-ঘর থেকে জয়নব বেগম (৩৬) নামে এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে নিহতের ময়নাতদন্ত সম্পন্ন হয়। পরে গৃহবধুর লাশ সিরাজদিখানে থানা প্রাঙ্গনে নিয়ে যাওয়া হয়।
সেখান থেকে বিকেল ৪ টার দিকে স্বজনদের কাছে গৃহবধুর লাশ হস্তান্তর করে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে সিরাজদীখান উপজেলার চান্দেরচর গ্রামে স্বামী ফারুক মিয়ার (৪৫) বসত-ঘর থেকে গৃহবধুর লাশ উদ্ধার করা হয় বলে সত্যতা নিশ্চিত করেন সিরাজদীখান থানার উপ-পরিদর্শক মো: মন্নাফ মিয়া। তিনি জানান- ধারনা করা হচ্ছে- স্বামীর সঙ্গে অভিমান করে গৃহবধু গলায় ফাঁস লাগিয়ে আতœহত্যার পথ বেছে নেয়।
তবে এটি হত্যা নাকি আত্মহত্যা-তা নিয়ে কানাঘুষা চলছে এলাকায়। গৃহবধুর মৃত্যুর সঠিক কারন জানতে হলে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে আসার আগ-পর্যন্ত অপেক্ষায় থাকতে হচ্ছে।
যমুনা নিউজ
Leave a Reply