পুলিশের ব্যাড়িকেটের মুখে বিচ্ছিন্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি এলাকায় অবস্থান নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দখলে নিয়েছে পুলিশ। এ সময় পুলিশ মমিন (২৫) নামে এক মাইক্রো চালককে গ্রেফতার করেছে। তাছাড়া ১ টি মাইকোবাস আটক করা হয়। সেখানে পুলিশের ব্যাড়িকেটের মুখে ঢাকা-চট্টগ্রাম ঢাকা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে রাজধানী ঢাকা।

নিশ্চিদ্র নিরাপত্তা বেষ্টনী ভেঙ্গে ঢাকায় প্রবেশ করতে পারছেন না সাধারন মানুষ পর্যন্ত। যাত্রীবোঝাই বাস, পন্যবাহী ট্রাকসহ সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। গজারিয়া থানার ওসি (তদন্ত) ফরিদ উদ্দিনের নেতৃত্বে শতাধিক পুলিশ সদস্য মহাসড়কে ব্যাড়িকেট সৃষ্টি করেছে।

রোববার বেলা ১২ টা পর্যন্ত ঢাকাগামী বাস-প্রাইভেটকার-মাইক্রোসহ ২ হাজার যানবাহন আটকে দিয়েছে পুলিশ। ঢাকায় প্রবেশ করতে দেওয়া হচ্ছে না অটো-রিকশা-রিকশা ও মোটরবাইক, পর্যন্ত।

গজারিয়া থানার ওসি মামুন-অর-রশিদ দাবী করেন- পুলিশের রোববার ভোর ৫ টার দিকে মগাসড়কে ব্যাড়িকেট দিয়ে ঢাকার সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। বেলা ১২ টা পর্যন্ত একটি পিঁপড়ে পর্যন্ত ঢাকায় যেতে দেওয়া হয়নি। বিএনপি নেতাকর্মী তো দুরের কথা।

যমুনা নিউজ

Leave a Reply