মুন্সীগঞ্জ থানার এ,এস,আই মোনায়েম মোল্লার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জমে ওঠেছে। ওয়ারেন্টভূর্ক্ত আসামী ধরার পর ছেড়ে দেওয়ার নজির রয়েছে এ,এস,আই মোনায়েম মোল্লার বিরুদ্ধে। সম্প্রতি বিনোদপুর এলাকার নয়নের খাল উচ্ছেদ মামলার আসামীদের গ্রেফতার করে টাকার বিনিময়ে ছেড়ে দেয়ার অভিযোগ ওঠেছে। যারা টাকা দিতে পারেনি তাদের শুধু আটক করে আদালতে প্রেরন করেছেন।
তার বিরুদ্ধে মাদক এবং জমি ব্যবসার অভিযোগ ওঠেছে। অনেক মাদক ব্যবসায়ী তাকে মাসোহারা দিয়ে নির্বিঘেœ মাদক ব্যবসা চালিয়ে যেতে পারছে। এতে এলাকার তরুন ও উঠতি বয়সের ছেলেরা বিপদগামী হয়ে পড়ছে। তিনি ২০০৯ সালে কিশোরগঞ্জ থেকে বদলী হয়ে মুন্সীগঞ্জে আসেন।
এ সময় তিনি শ্রীনগর ছিলেন ৪ মাস। হাতিমারা ফাঁড়িতে ছিলেন ১বৎসর, মুক্তার পুর ফাঁড়িতে ছিলেন ১ বৎসর ৫ মাস, মুন্সীগঞ্জ থানায় পর পর দুবার ১বৎসর ৮ মাস। সবচেয়ে অবাক বিষয় হলো-তিনি জুলাই ২০১৩ সালে বদলী হয়ে টাঙ্গাইল চলে যান। কিন্তু অর্থশালী এ,এস,আই মোনায়েম মোল্লার বেশিদিন টাঙ্গাইলে থাকতে হয়নি। ৪ মাসের মধ্যেই তিনি মোটা অঙ্কের টাকা দিয়ে চলে এসেছেন তার পছন্দের মুন্সীগঞ্জে। বেপরোয়া মোনায়েম মোল্লার কারনে মাদক ব্যবসা সয়লাব হয়ে গেছে।
মুন্সীগঞ্জ অঞ্চলের সব অলিগলিই তার চেনা। তাই অন্যত্র বদলী হয়েও বেশিদিন তিনি থাকেননি। এ বিষয়টি মুন্সীগঞ্জ পুলিশ সুপারের তদন্ত করে দেখা প্রয়োজন।
মুন্সিগঞ্জের বাণী
Leave a Reply